কাফি পারভেজ, জামালপুর প্রতিনিধি
জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কারচুপি ও হলফনামায় তথ্য গোপনের মামলায় বিজয়ী এমপি অধ্যক্ষ আবদুর রশীদকে জবাব দাখিলের জন্য চার সপ্তাহের সময় দিয়েছেন হাইকোর্ট।
আজ রবিবার (১২ মে) বিচারপতি ফাতেমা নাজিবের আদালত (এনেক্স ২৪) এ আদেশ দেন।
মামলার বাদী নৌকা প্রতীকের এমপি প্রার্থী প্রকৌশলী মাহবুবুর রহমান হেলাল গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ আবদুর রশীদের বিরুদ্ধে হলফনামায় সম্পদসহ বিভিন্ন তথ্য গোপন এবং নির্বাচনে ভোট জালিয়াতির মাধ্যমে বিজয়ের অভিযোগ তুলেন।
রবিবার আদালতের কার্যক্রম শুরু হলে বিবাদীপক্ষ এসব অভিযোগের প্রেক্ষিতে জবাব দিতে আট সপ্তাহের সময় প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত তাদের চার সপ্তাহের মধ্যে সুনির্দিষ্ট জবাব দাখিলের আদেশ দেন। আগামী ১২ জুন মামলার পরবর্তী দিন ধার্য করা হয়েছে।
বাদীপক্ষে মামলা পরিচালনা করেন সুপ্রিমকোর্টের সিনিয়র আইনজীবী এডভোকেট খোরশেদ আলম খান। বিবাদীপক্ষে ছিলেন সাবেক রেলমন্ত্রী এডভোকেট নুরুল ইসলাম সুজন এমপি ও এডভোকেট সাঈদ হোসেন রাজা।
বিষয়টি নিশ্চিত করে এডভোকেট খোরশেদ আলম খান বলেন, মামলায় জামালপুর-৪ আসন শূন্য ঘোষণার আবেদন জানানো হয়েছে। বিজ্ঞ আদালত উভয়পক্ষের যুক্তিতর্ক শেষে বিবাদীপক্ষকে জবাব দিতে চার সপ্তাহের সময় দিয়েছেন।
Leave a Reply