কাফি পারভেজ, জামালপুর প্রতিনিধি:
জামালপুরের ইসলামপুরে একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন খুশি বেগম (২৬) নামে এক গৃহবধূ। চার সন্তানের তিনটি মেয়ে ও একটি ছেলে। ওই গৃহবধূ পেশায় একজন গার্মেন্টস কর্মী।
খুশি বেগম উপজেলার চিনাডুলি ইউনিয়নের গুঠাইল গিলাবাড়ি এলাকার শফিকুল ইসলামের স্ত্রী।
বুধবার সকালে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওই গৃহবধূ তিনটি ছেলে ও একটি মেয়ে সন্তানের জন্ম দেন।
গর্ভে সন্তান ধারণ করেই গার্মেন্টসে কাজ করতেন ওই গৃহবধূ। প্রসব সময়ের আগে তিনি গার্মেন্টস থেকে ছুটি নিয়ে বাড়িতে আসেন।
ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও সেবিকারা তার চারটি সন্তান স্বাভাবিক ডেলিভারি করান। পরে মা ও চার শিশুকে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালের শিশু নিবিড় পরিচর্যা শাখা (আইসিসিইউ) ইউনিটে প্রেরণ করা হয়।
ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার এএম আবু তাহের বিষয়টি নিশ্চিত করেন। জামালপুর জেনারেল হাসপাতালে মা ও চার নবজাতক সুস্থ আছে।
Leave a Reply