1. jamalpurvoice2020@gmail.com : Editor : Zakiul Islam
  2. ullashtv@gmail.com : TheJamalpurVoice :
জামালপুরের কেন্দ্রগুলোতে ভোট গ্রহণ শুরু ৩ উপজেলায় চেয়ারম্যান পদে নয় জন প্রতিদ্বন্দ্বিতা করছেন – Jamalpur Voice
সংবাদ :
পূর্বাচল লাইন্স ফ্যামিলি ক্লাবের উদ্যোগে এডিস মশা নিধন কর্মসূচি পালিত  বিক্রয় বিজ্ঞপ্তি বিক্রয় বিজ্ঞপ্তি এমপিও ভুক্ত শিক্ষকদের চাকরি জাতীয়করণ চায় আদর্শ শিক্ষক ফেডারেশন ২৮ অক্টোবর ২০০৬ সালের আওয়ামীলীগের সন্ত্রাসীদের লগি-বৈঠার হামলাকারীরা শাস্তির দাবিতে সমাবেশ মাদারগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার ইসলামপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড  মেলান্দহে কৃষক দলের নেতা আব্দুল মান্নানের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে দুরমুঠ ইউনিয়ন বিএনপির মিছিল  দেওয়ানগঞ্জে অমুসলিম পরিবারের ইসলাম ধর্ম গ্রহন মেলান্দহে কৃষক দলের সহসভাপতি আব্দুল মান্নানের উপর সন্ত্রাসী হামলায় গ্রেফতার -১

জামালপুরের কেন্দ্রগুলোতে ভোট গ্রহণ শুরু ৩ উপজেলায় চেয়ারম্যান পদে নয় জন প্রতিদ্বন্দ্বিতা করছেন

  • Update Time : Tuesday, May 21, 2024
  • 155 Time View

কাফি পারভেজ, জামালপুর প্রতিনিধি :

জামালপুরের বকশিগঞ্জ, দেওয়ানগঞ্জ ও ইসলামপুর এ তিন উপজেলা পরিষদ নির্বাচনে সকাল ৮টা থেকে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহন শুরু হলেও কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কম । তবে বেলার বাড়ার সাথে সাথে ভোটারের উপস্থিতি বাড়ার আশা করছে সংশ্লিষ্টরা। নির্বাচনে ৩টি উপজেলায় চেয়ারম্যান পদে নয় জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ১৯ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইসলামপুর উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম বিনা প্রতিদ্ধন্ধিতায় নির্বাচিত হয়েছেন।

জানা যায়, বকশিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আব্দুর রউফ তালুকদার (মোটরসাইকেল), বকশিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহিনা বেগম (আনারস), উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও সাবেক তিন বারের ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম সাত্তার (ঘোড়া) ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম আজাদ ফড়িং (কই মাছ) প্রতীকে প্রতিদ্ধন্ধিতা করছেন ।

এ ছাড়া পুরুষ ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান জাহিদুল ইসলাম (চশমা) , মোহাম্মদ জহুরুল হক (উড়োজাহাজ), মো. শাহিনুর ইসলাম (মাইক) ও মো. শাহজালাল (টিউবওয়েল) প্রতীকে প্রতিদ্ধন্ধিতা করছেন ।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান মাসুমা ইয়াসমিন (প্রজাপতি), উপজেলা যুব মহিলা লীগের সভাপতি মোছা. জহুরা বেগম (হাঁস), সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোছা. তাহমিনা (কলস) ও মোছা. আমেনা খাতুন (ফুটবল) প্রতীকে প্রতিদ্ধন্ধিতা করছেন ।

বকশিগঞ্জ উপজেলা ৭টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত । এবার পুরুষ ভোটার সংখ্যা ৯২ হাজার ৬৬৭ এবং মহিলা ভোটার সংখ্যা ৯২ হাজার ৯৩০ এবং তৃতীয় লিঙ্গ ১জন। সব মিলিয়ে বকশিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে মোট ১ লাখ ৮৫ হাজার ৫৯৮ জন ভোটার রয়েছে।

দেওয়ানগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ (ঘোড়া), উপজেলা আওয়ামী লীগের সদস্য বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সোলায়মান হোসেন (মোটরসাইকেল), সাংগঠনিক সম্পাদক বর্তমান ভাইস চেয়ারম্যান দেওয়ান মো. ইমরান (আনারস), মহিলা আওয়ামী লীগের নেত্রী বর্তমান ভাইস চেয়ারম্যান মোছা. তাছলিমা আক্তার (কাপ-পিরিচ), চরআমখাওয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ রেজাউল করিম (দোয়াত-কলম) প্রতীক নিয়ে প্রতিদ্ধন্ধিতা করছেন ।

পুরুষ ভাইস চেয়ারম্যান পদে উসমান গণি (টাইপ রাইটার), আরিফ খাঁন (বই), তৌকির হাসান (আইসক্রীম), শরীফ মোহাম্মদ শাহারিয়া (টিউবয়েল), দুলাল হোসেন (টিয়া পাখি), মুছলিম উদ্দিন মন্টু (গ্যাস সিলিন্ডার), ফারুক হোসেন (চশমা), শফিকুল ইসলাম (মাইক), আছলাম হোসেন (তালা), নূর ছালাম (পালকি), আব্দুল মমিন লাল মিয়া (উড়োজাহাজ) ও মনছের আলী (বৈদ্যুতিক বাল্ব) প্রতীক নিয়ে প্রতিদ্বন্ধীতা করছেন ।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে রোকসানা আকতার (বৈদ্যুতিক পাখা), মরিয়ম বেগম (প্রজাপতি), মিরা আক্তার (ফুটবল), রশিদা বেগম (হাঁস), মুন্নি আক্তার (সেলাই মেশিন) ও মোছা. মাজেদা (কলস) প্রতীক নিয়ে প্রতিদ্ধন্ধিতা করছেন ।

দেওয়ানগঞ্জ উপজেলা উপজেলা ৮টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত । এবার পুরুষ ভোটার সংখ্যা এক লাখ ১০ হাজার ৬৯৭ এবং মহিলা ভোটার সংখ্যা এক লাখ ১১ হাজার ৪১৯ জন। সব মিলিয়ে দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে মোট ২ লাখ ২২ হাজার ১১৬ জন ভোটার রয়েছে।

ইসলামপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে এড.আঃ সালাম বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন।

এ উপজেলায় পুরুষ ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বর্তমান ভাইস চেয়ারম্যান আঃ খালেক আকন্দ (টিউবওয়েল), যুবনেতা ফারুক ইকবাল হিরু (মাইক) ও আঃ লতিফ মিয়া (চশমা) প্রতীকে প্রতিদ্ধন্ধিতা করছেন।

অন্যদিকে উপজেলা যুব মহিলা লীগের সভাপতি আবিদা সুলতানা যুথিঁ (কলসি) ও সাবেক যুব মহিলা লীগের আহবায়ক আঞ্জুমনোয়ারা বেগম (ফুটবল) প্রতীকে প্রতিদ্বন্ধিতা করছেন।

ইসলামপুর উপজেলা ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত । এবার পুরুষ ভোটার সংখ্যা এক লাখ ৩৭ হাজার ১৩১ এবং মহিলা ভোটার সংখ্যা এক লাখ ৩১ হাজার ২৮৭ এবং তৃতীয় লিঙ্গ ১জন। সব মিলিয়ে ইসলামপুর উপজেলা পরিষদ নির্বাচনে মোট ২ লাখ ৬৮ হাজার ৪১৯ জন ভোটার রয়েছে।

জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদার জানান, বকশিগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে চার জন, ভাইস চেয়ারম্যান পদে চার জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে চার জন, দেওয়ানগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে পাঁচজন, ভাইস চেয়ারম্যান পদে ১২ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ছয়জন এবং ইসলামপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে এড. আঃ সালাম বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন। তবে ভাইস চেয়ারম্যান পদে তিন জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুই জন স্থানীয় সরকারের এই নির্বাচনে প্রতিদ্ধন্ধিতা করছেন।

তিনি আরো জানান, বকশিগঞ্জ, দেওয়ানগঞ্জ ও ইসলামপুর উপজেলা পরিষদ ২৭টি ইউনিয়ন ও ৩টি পৌরসভা নিয়ে গঠিত। এতে মোট ভোটার সংখ্যা ৬ লাখ ৭৬ হাজার ১৩৩ জন। এর মধ্যে পুরুষ ৩ লাখ ৪০ হাজার ৪৯৫ জন ও মহিলা ৩ লাখ ৩৫ হাজার ৬৩৬ এবং তৃতীয় লিঙ্গ ২জন। এসব ভোটার ২২০টি ভোট কেন্দ্রে ১ হাজার ৭৩৩ টি বুথে ইভিএমের মাধ্যমে তাদের ভোট প্রদান করবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

সম্পাদক: জাকিউল ইসলাম কর্তৃক জামালপুর থেকে প্রকাশিত। ইমেইল: jamalpurvoice2020@gmail.com

জামালপুর ভয়েজ ডট কম: সকল স্বত্ব সংরক্ষিত
Customized BY NewsTheme