কাফি পারভেজ, জামালপুর প্রতিনিধি:
দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ প্রার্থীকে হারিয়ে বিজয়ী হয়েছেন তৃতীয় লিঙ্গের মুন্নি আক্তার। দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা শেখ জাহিদ হাসান প্রিন্স বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।
মঙ্গলবার (২১মে) অনুষ্ঠিত ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপের ভোট গ্রহণে মুন্নি আক্তার (সেলাই মেশিন) প্রতীক নিয়ে ২৩ হাজার ৭৬৮ ভোট পেয়ে বেসরকারিভাবে তিনি নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্ধী মাজেদা বেগম (কলস) প্রর্তীক নিয়ে ২১ হাজার ১৮৪ ভোট, মিরা আক্তার (ফুটবল) ১৪ হাজার ২২৩ ভোট, মরিয়ম বেগম (প্রজাপতি) ২১ হাজার ১৮৪ ভোট, রশিদা বেগম (হাঁস) ৪ হাজার ৩২৩ ভোট, রোকশানা আক্তার (বৈদুতিক পাখা) প্রর্তীক নিয়ে ৩ হাজার ৪১১ ভোট পেয়েছেন।
একটি পৌরসভা ও ৮টি ইউনিয়ন নিয়ে গঠিত দেওয়ানগঞ্জ উপজেলা। এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ২২ হাজার ১১৬ জন। এর মধ্যে মহিলা ভোটার এক লাখ ১১ হাজার ৪১৯ জন এবং পুরুষ ভোটার এক লাখ ১০ হাজার ৬৯৭ জন।
এবারের উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ১২ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬ প্রার্থী প্রতিদ্বন্ধীতা করেন।
এদিকে তৃতীয় লিঙ্গের মুন্নি আক্তার নির্বাচিত হওয়ার পর থেকেই ফুলের মালা মিষ্টি নিয়ে সব শ্রেণির মানুষ ছুটে আসছে তার সঙ্গে কুশল বিনিময় করতে। তৃতীয় লিঙ্গের মুন্নী আক্তারকে নিয়ে দেওয়ানগঞ্জ উপজেলাসহ সাড়া জেলায় আলাপ আলোচনায় টক অব দ্যা টাউনে পরিনত হয়েছে। উপজেলা গঠনের পরে এই প্রথম জেলায় প্রথম তৃতীয় লিঙ্গের মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হলেন মুন্নী।
মুন্নি আক্তার জানান, মানুষ আমাকে প্রাণ দিয়ে ভালোবেসে ভোট দিয়েছেন। এক কাপ চা পান করেনি আমার কাছ থেকে বরং তারাই আমাকে আদর ভালোবাসা দিয়েছেন। আমার প্রতি তাদের আস্থা, বিশ্বাস অনেক। পড়াশোনা করতে পারিনি। আমার কোন সন্তান নেই। নেই কোনো ভাইবোন। আপনারাই আমার সব। পদের অহমিকা নেই, বড় লোক হবার স্বপ্ন নেই, আমার লক্ষ একটি শুধু ক্ষমতাকালীন সময়ে নয় সারা জীবন যেন গরীব অসহায় সমস্যাগ্রস্ত মানুষের পাশে থেকে তাদের সেবা করে যেতে পারি। সমাজ থেকে বৈষম্য দূর করে গরীব-মেহনতি মানুষের পাশে থেকে এলাকার উন্নয়নে কাজ করে যাব। তৃতীয় লিঙ্গের মানুষদের স্বনির্ভর করতে চাই। তারা যেন আপনাদের কাছে হাত না পাতে। ডিসটার্ব না করে। তাদেরকে সমাজের মুল ধারায় আনার আশা আছে। ওরাও মানুষ। ওদের নিচু চোখে দেখবেন না। হিজড়া সমাজ কল্যান সংস্থার সভাপতি হিসেবে ওদের পাশাপাশি অসংখ্য অস্বচ্ছল মানুষদের বহুদিন ধরে ব্যক্তিগত ভাবে সাহায্য সহযোগিতা করে আসছি। সবাই আমাকে ভালোবেসে নির্বাচিত করেছেন। সবার কাছে চিরকৃতজ্ঞ। আমার চাওয়া পাওয়ার কিছুই নেই। আমি মানুষকে ভালোবাসি। মানুষও আমাকে ভালোবেসেছে। বাকি জীবন এ ভালোবাসার মধ্য দিয়েই বেঁচে থাকার আশা করছি। সব ভোটার ও দেওয়ানগঞ্জবাসীর জন্য রইলো অফুরন্ত ধন্যবাদ ও শুভকামনা।
দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা শেখ জাহিদ হাসান প্রিন্স বলেন, অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ৭৪টি কেন্দ্রের ৫২৪টি বুথে ইভিএম পদ্ধতিতে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।
Leave a Reply