মোঃ রুহুল আমিন রাজু,জামালপুর প্রতিনিধিঃ শুক্রবার (৩১ মে) সকাল ৭.০০ ঘটিকায় জামালপুর জামালপুর শহরের জলাবদ্ধতার দূর করার জন্য ঐতিহ্যবাহী গবাখাল পরিষ্কার পরিচ্ছন্ন ,দূষণ ও দখলমুক্ত করতে সর্বস্তরের নাগরিক, সমাজের প্রতিনিধিসহ দলমত নির্বিশেষে সকল জনসাধারণকে নিয়ে গবাখাল পরিষ্কার পরিচ্ছন্ন কর্মসূচিতে স্বত:স্ফর্তভাবে অংশগ্রহণ করেন সকল সরকারি দপ্তরের প্রধানগণ ও জনপ্রতিনিধিবৃন্দ।
জামালপুর সদর ৫- আসনের সাংসদ বাংলাদেশ জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান বিষয়ক সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও জামালপুর সদর-৫ আসনের সাংসদ মোঃ আবুল কালাম আজাদ এমপি মহোদয় এর আহ্বানে একত্রিত হয়ে উক্ত কাছে অংশগ্রহণ করেন জামালপুর জেলার সুযোগ্য সাংবাদিক বান্ধব পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান বিপিএম। জামালপুর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব ছানুয়ার হোসেন ছানু ও জামালপুর পৌরসভার উদ্যোগে ও ব্যবস্থাপনায় আরো অংশগ্রহন করেন জেলা প্রশাসক, জামালপুর মোঃ শফিউর রহমান; নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান বিজন কুমার চন্দ সহ জেলার সকল সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সহ সর্বস্তরের জনপ্রতিনিধিবৃন্দ সহ জামালপুর শহরের সাধারণ জনগন।
পরিষ্কার পরিচ্ছন্নতা কাজে জেলা পুলিশ এর উদ্যোগ জনসেবার লক্ষ্যে বিভিন্ন লজিস্টিক সাপোর্ট দেয়া হয়।
পরিবেশ ও মানবকল্যাণের কথা চিন্তা করে আজ থেকে প্রায় ৬৫ বছর আগে গবাখাল খনন করা হয়। জামালপুর শহরের জলাবদ্ধতা, বন্যার কবল থেকে রক্ষার পাশাপাশি কৃষি উৎপাদন ও মৎস্য আহরণের লক্ষ্যে ১৯৬০ প্রায় ৬৫ বছর আগে এই খাল খনন করা হয়।
“শেখেরভিটা থেকে শুরু করে মনিরাজপুর, ছুটগড়, সিংড়িবিল, পলিশা, ধোপাকুড়ি, নাকাটি ও দামেশ্বর হয়ে কেন্দুয়া কালবাড়ি বাজার সংলগ্ন ঝিনাই নদীতে সংযোগ করা হয়”
পরিষ্কার পরিচ্ছন্ন ও দখলমুক্ত কর্মসূচিতে আসুন আমরা সবাই একযোগে অংশগ্রহণ করি।
আমরাই পারি – আমরাই পারবো। আমার শহর –আমিই গড়বো । আমিই হবো সমাধান।
Leave a Reply