জামালপুর প্রতিনিধি:
জামালপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মামুন হাসান খানের বাসার গ্রিল কেটে চুরির ঘটনায় ১৪ জনকে ৫ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। গত রোববার তাদের গ্রেপ্তারের পর সোমবার রিমান্ডে নেওয়া হয়েছে।
রিমান্ডে নেওয়া আসামিরা হলেন- বিচারকের বাসার সাবেক গৃহপরিচারিকা সাজেদা বেগম, লালন ফকির, সুমন, সবুজ, সোলায়মান, আবু তালহা, আলমগীর হোসেন, বিজয়, জহুরুল, কাইলা মামুন, মেহেদী হাসান রিপন, শাহীন পারভেজ, গৌরাঙ্গ দেবনাথ ও বাবুল মিয়া।
মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক মাসুদ সিকদার জানান, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মামুন হাসান খান শহরের আমলাপাড়ার লিচুতলা এলাকার একটি ভাড়া বাড়ির তৃতীয় তলায় থাকেন। গত ২৯ মে অফিস শেষে পরিবারের সঙ্গে ছুটি কাটাতে কক্সবাজার যান তিনি। ২ জুন কর্মস্থল জামালপুরে ফিরে দেখেন, বাসার বারান্দার গ্রিল কাটা। তাঁর স্টিলের আলমারি ও ওয়ার্ডরোবের তালা ভেঙে ১৫ লাখ ২২ হাজার টাকা মূল্যের সাড়ে ১৩ ভরি স্বর্ণালংকার ও নগদ ৫ হাজার ৫০ টাকা লুট করেছে চোর চক্র। এ ঘটনায় আদালতের নাজির আফরাহীম হাসান বাদী হয়ে ওই দিনই জামালপুর সদর থানায় মামলা করেন।
সদর থানার ওসি মুহাম্মদ মহব্বত কবীর বলেন, প্রথমে সন্দেহভাজন হিসেবে বিচারকের বাসার সাবেক গৃহপরিচারিকা সাজেদা বেগমকে আটক করা হয়। তাকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে তার ছেলেসহ অন্যদের গ্রেপ্তার করা হয়। পরে তাদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে কয়েকটি স্বর্ণের দোকান থেকে চুরি যাওয়া ৮ ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়। তিনি বলেন, গ্রেপ্তার আসামিদের রিমান্ড শেষ হবে আগামী ২৮ জুন।
Leave a Reply