1. jamalpurvoice2020@gmail.com : Editor : Zakiul Islam
  2. ullashtv@gmail.com : TheJamalpurVoice :
জামালপুরে জেলা যুবলীগের সাধারণ সম্পাদকসহ ৩৭৮ জনের বিরুদ্ধে মামলা – Jamalpur Voice
সংবাদ :
মাদারগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জনতার ঢল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সম্পাদক মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে বিশাল শোভাযাত্রা  ইসলামপুরে ১০৭টি ইয়াবাসহ ১ ব্যক্তি আটক জামালপুরে জামালপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত আশেক মাহমুদ কলেজের ছাত্র অপহরণ করে মুক্তিপন দাবি গ্রেফতার ১ ফলজ বনজ-বাগানের সাথী ফসল হলুদ চাষের মডেল কৃষানী নাসরীন মাদারগঞ্জে যুবলীগ নেতা গ্রেপ্তার বকশিগঞ্জে পুলিশ-জনতার মেলবন্ধন সৃষ্টি করতে নাগরিক সমাবেশ জামালপুরের এসপি মহোদয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ পূর্বাচল লাইন্স ফ্যামিলি ক্লাবের উদ্যোগে এডিস মশা নিধন কর্মসূচি পালিত 

জামালপুরে জেলা যুবলীগের সাধারণ সম্পাদকসহ ৩৭৮ জনের বিরুদ্ধে মামলা

  • Update Time : Sunday, August 18, 2024
  • 101 Time View

কাফি পারভেজ, জামালপুর প্রতিনিধি:

জামালপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফারহান আহম্মেদসহ ৩০৩ জনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করেছে পুলিশ।

শনিবার রাতে জামালপুর সদর থানার এসআই মোহাম্মদ মিঠু মিয়া বাদী হয়ে মামলাটি দায়ের করেন বলে জানিয়েছেন জামালপুর সদর থানার ওসি মুহাম্মদ মহব্বত কবির। মামলায় তিনজনের নাম উল্লেখ করা হয়েছে। বাকিরা অজ্ঞাতনামা আসামি।
মামলার এজাহারভুক্ত আসামিরা হলেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফারহান আহম্মেদ, জামালপুরের সরকারি আশেক মাহমুদ কলেজ শাখা ছাত্রলীগের দপ্তর সম্পাদক শাহরিয়া ইসলাম ওরফে রাফি ও ছাত্রলীগ কর্মী নাফিজুর রহমান ওরফে তুষার।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৩ আগস্ট দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সাধারণ ছাত্র-জনতা একটি মিছিল নিয়ে শহরের মির্জা আজম চত্বর থেকে শহীদ হিরু সড়ক দিয়ে বকুলতলার দিকে যাচ্ছিল। এ সময় শহরের নতুন হাইস্কুল এলাকায় আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা আগ্নেয়াস্ত্র, রামদা ও বাঁশের লাঠি নিয়ে ছাত্র-জনতার মিছিল প্রতিহত করতে হামলা চালান। হামলার মুখে ছাত্র-জনতার মিছিল ছত্রভঙ্গ হয়ে যায়। সে সময় আক্রমণকারীরা সুকৌশলে পালিয়ে যায়। এরপর উল্লেখিত তিন আসামির আগ্নেয়াস্ত্রসহ ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র প্রদর্শন, খুন-জখমের হুমকির ঘটনায় তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে বলে অভিযোগে বলা হয়।

একই দিন আওয়ামী লীগ নেতাকর্মীদের নামে আরও দুটি মামলা দায়ের করা হয়েছে। জামালপুর সদরের ঘোড়াধাপে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে দুটি মামলা করেন স্থানীয় দুই ব্যক্তি।
এক মামলায় ঘোড়াধাপ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সারোয়ার হোসেনকে প্রধান আসামি করা হয়েছে। এ দুই মামলায় পঁচাত্তর জনের নাম উল্লেখ করে আরও নব্বই জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

জামালপুর সদর থানার ওসি মহব্বত কবির জানান, গত ৩ আগস্টের ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। অপর দুটি মামলা স্থানীয় ব্যক্তিরা করেছেন। আসামিদের ধরতে অভিযান চালিয়ে যাচ্ছেন তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

সম্পাদক: জাকিউল ইসলাম কর্তৃক জামালপুর থেকে প্রকাশিত। ইমেইল: jamalpurvoice2020@gmail.com

জামালপুর ভয়েজ ডট কম: সকল স্বত্ব সংরক্ষিত
Customized BY NewsTheme