1. jamalpurvoice2020@gmail.com : Editor : Zakiul Islam
  2. ullashtv@gmail.com : TheJamalpurVoice :
এমপিও ভুক্ত শিক্ষকদের চাকরি জাতীয়করণ চায় আদর্শ শিক্ষক ফেডারেশন – Jamalpur Voice
সংবাদ :
মেলান্দহে “শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা পুলিশ সুপার কর্তৃক মেলান্দহ থানার গ্রাম পুলিশদের মাঝে শীতবস্ত্র বিতরণ জামালপুর নাগরিক ভয়েসে’র প্রথম সভা অনুষ্ঠিত ইসলামপুর থানা কর্তৃক আয়োজিত গুঠাইল বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হাজরাবাড়ী পৌর ছাত্রলীগের সহ-সভাপতি আনিছুর গ্রেফতার ফলজ বনজ-বাগানের সাথী ফসল হলুদ চাষের মডেল কৃষানী নাসরিন জামালপুরে জুলাই-আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদের স্মরণে জেলা প্রশাসকের স্মরণ সভা অনুষ্ঠিত উপজেলা মাসিক উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের সাথে সৌজন্যে সাক্ষাৎ সৈয়দ রাশেদুজ্জামান অপুর

এমপিও ভুক্ত শিক্ষকদের চাকরি জাতীয়করণ চায় আদর্শ শিক্ষক ফেডারেশন

  • Update Time : Saturday, November 2, 2024
  • 63 Time View

ময়মনসিংহ প্রতিনিধি: বাংলাদেশে আদর্শ শিক্ষক ফেডারেশন ময়মনসিংহ মহানগর শাখার উদ্যোগে শিক্ষক সম্মেলন-২০২৪ এর আয়োজন করা হয়।শনিবার (০২ নভেম্বর) ময়মনসিংহ নগরীর এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে এ সম্মেলনের আয়োজন করা হয়। বাংলাদেশে আদর্শ শিক্ষক ফেডারেশন ময়মনসিংহ মহানগর শাখার সভাপতি প্রফেসর ড. আবু জোফার মোঃ মোসলেহ উদ্দিনের সভাপতিত্বে সেক্রেটারি মোঃ আল হেলাল তালুকদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশে আদর্শ শিক্ষক ফেডারেশনের কেন্দ্রীয় উপদেষ্টা ও বাংলাদেশ লইয়ার্স কাউন্সিলের সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, প্রধান আলোচক বাংলাদেশে আদর্শ শিক্ষক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি ও মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাবেক ভিসি প্রফেসর ড. এম উমর আলী, বিশেষ অতিথি বাংলাদেশ শিক্ষক পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি ও তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. মুফতি মুহাম্মদ আবু ইউছুফ খান, ন্যাশনাল ডক্টরস ফোরামের কেন্দ্রীয় সহ-সভাপতি ডা. শাহাব উদ্দিন আহমেদ চৌধুরী, বাংলাদেশে আদর্শ শিক্ষক ফেডারেশন ময়মনসিংহ জেলা সভাপতি অধ্যক্ষ মু.কামরুল হাসান মিলন। প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট মতিউর রহমান আকন্দ বলেন, রাষ্ট্রের নাগরিকের মৌলক চাহিদা পূরণ করার দায়িত্ব সরকারের। রাষ্ট্রের প্রতিটা লোকের সকল-রাষ্ট্রীয় সুযোগ সুবিধা প্রদান করার দায়িত্ব হচ্ছে সরকারের। শিক্ষকদের একটি ভালো মানের বেতন নির্ধারণ করতে হবে। শিক্ষকদের কেন বেতন বাড়ানোর আন্দোলন করতে হবে। শিক্ষা ব্যবস্থার পরিবর্তন করতে হলে শিক্ষকদের সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে। আদর্শ শিক্ষক ছাড়া আদর্শ নাগরিক তৈরি করা সম্ভব না। প্রফেসর ড. এম উমর আলী বলেন, আল্লাহ পাকের অশেষ রহমত যে আজকে আমরা এখানে কথা বলতে পেরেছি। শহীদদের রক্তের বিনিময়ে আল্লাহ এখানে কথা কথা বলার সুযোগ করে দিয়েছেন তাদেরকে শহাদাত কবুল করার জন্য আল্লাহর কাছে আমরা দোয়া করি। জুলাই বিপ্লবের শহীদদের বীরের মর্যাদা দেয়ার জন্য এই সরকারের প্রতি কৃতজ্ঞতা জানাই। আল্লাহ তায়ালার বলে তোমাদের মধ্যে রয়েছে সর্বোত্তম আদর্শ। রাসূলের আদর্শকে যদি আমরা গ্রহণ করি তাহলেই আমরা আদর্শ শিক্ষক হতে পারবো।

ডা. শাহাব উদ্দিন আহমেদ চৌধুরী বলেন, আমরা আমাদের ছাত্রদের কাছে নিজেদের আদর্শ শিক্ষক হিসেবে উপস্থাপন করব। শিক্ষকদের নৈতিকতা সম্পন্ন ছাত্র গড়ে তোলার চেষ্টা চালিয়ে যেতে হবে। আদর্শবান ও নৈতিকতা সম্পন্ন জাতি ছাড়া আদর্শ ও সুন্দর সমাজ বিনির্মাণ করা যায় না। আমাদের শিক্ষকদের সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে।বাংলাদেশে আদর্শ শিক্ষক ফেডারেশন ময়মনসিংহ মহানগর শাখার সেক্রেটারি মোঃ আল হেলাল তালুকদার শিক্ষক-কর্মচারীদের ১০ দফা দাবিগুলো হলো: ১) শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণ করে বিদ্যমান সরকারি-বেসরকারি বৈষম্যসমূহ দূর করতে হবে।২) জাতীয়করণ না করা পর্যন্ত শিক্ষক-কর্মচারীদের শতভাগ উৎসবভাতা, ৫০ শতাংশ বাড়ি ভাড়া বিধি অনুযায়ী চিকিৎসা ভাতাসহ সকল সুযোগ সুবিধা দিতে হবে। ৩) পতিত স্বৈরাচারী সরকার কর্তৃক গঠিত দুর্নীতিগ্রন্ত অবসর সুবিধাবোর্ড ও কল্যাণ ট্রাস্টের কমিটি অবিলম্বে বাতিল করে সৎ, যোগ্য, দক্ষ ও নৈতিকতা সম্পন্ন ব্যক্তিদের নিয়ে কমিটি পুনর্গঠন করতে হবে। ৪) বিগত ২০০৯ খ্রিঃ থেকে বঞ্চিত শিক্ষক-কর্মচারী যাদেরকে দীর্ঘদিন যাবৎ অন্যায় ও অবৈধভাবে তাদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিতাড়িত/বরখাস্ত করা হয়েছিলো তাদেরকে পুনরায় স্ব-স্ব শিক্ষা প্রতিষ্ঠানে বহাল করতে হবে এবং তাদের প্রাপ্য বেতন-ভাতা পরিশোধের প্রজ্ঞাপন জারি করতে হবে। ৫) বিতাড়িত/বরখাস্তকৃত শিক্ষক-কর্মচারীদের মধ্যে যারা ইতোমধ্যে বয়সজনিত কারণে অবসর গ্রহণ করেছেন তাদেরকে ক্ষতিপূরণসহ সমুদয় পাওনা পরিশোধ করতে হবে। ৬) শিক্ষা প্রশাসনের সকলস্তরের চিহ্নিত দুর্নীতিবাজ ও দলবাজ কর্মকর্তা-কর্মচারীদের অবিলম্বে নির্বাহী আদেশে বহিষ্কার করতে হবে। ৭) বেসরকারি কলেজ-মাদরাসার শিক্ষকদের ৮ বছর পূর্ণ হওয়ার পর অটো সহকারী অধ্যাপক পদে পদোন্নতি দেয়া, পর্যায়ক্রমে সহযোগী অধ্যাপক ও অধ্যাপকের পদ সৃষ্টি করতে হবে। ৮) বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ন্যায় সকল পর্যায়ের শিক্ষকদের চাকরির বয়সসীমা ৬৫ বছর করতে হবে। ৯) কিন্ডারগার্টেন ও ইবতেদায়ি মাদরাসার নিবন্ধন প্রক্রিয়া সহজ করতে হবে। ১০) ইসলামী মূল্যবোধে বিশ্বাসী বিশেষজ্ঞদের সমন্বয়ে পাঠ্যপুস্তক সংশোধন ও পরিমার্জন সমন্বয় কমিটি অবিলম্বে পুনরায় গঠন করতে হবে।সম্মেলনে বিভিন্ন শিক্ষক প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

সম্পাদক: জাকিউল ইসলাম কর্তৃক জামালপুর থেকে প্রকাশিত। ইমেইল: jamalpurvoice2020@gmail.com

জামালপুর ভয়েজ ডট কম: সকল স্বত্ব সংরক্ষিত
Customized BY NewsTheme