জামালপুর প্রতিনিধি:
জামালপুর শহরের টিউবওয়েল পাড় মোড়ে ট্রাকের ধাক্কায় ইজিবাইক চালকসহ ৩ জন নিহত ও ১ জন আহত হয়েছেন।
০৪ অক্টোবর শুক্রবার সকাল ৬.৩০টায় শহরের বেলটিয়া টিউবওয়েল পাড় মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- জামালপুর সদর উপজেলা জামায়াতের নায়েবে আমীর ও বেলটিয়া কামিল মাদ্রাসার সহকারি শিক্ষক মাওলানা মোস্তাফিজুর রহমান মোতালেব (৫৫), মেলান্দহ উপজেলার কাপাশ হাটিয়া এলাকার ইজিবাইক চালক রোকন মাহমুদ (৪৫) ও শেখ সাদী একই এলাকার মৃত আব্দুস সোবাহানের ছেলে আব্দুল মালেক (৫২) ।
পুলিশ জানায়, শুক্রবার সকালে জামালপুর পৌরসভার বেলটিয়া টিউবওয়েল পাড় মোড়ে জামালপুরগামী ট্রাক যাত্রীবাহী অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই অটোরিকশা চালক রোকন মাহমুদ মারা যান। অটোরিকশায় থাকা ৪ যাত্রীর মধ্যে ৩ জন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদেরকে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে যান। আহতদের মধ্যে গুরুতর আহত মাওলানা মোস্তাফিজুর রহমান মোতালেবকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে নেওয়ার পথেই মারা যান। এছাড়াও দুর্ঘটনায় আহত আব্দুল মালেক চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১ টার দিকে জামালপুর জেনারেল হাসপাতালে মারা যান।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল মো. আতিক বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ ঘাতক ট্রাকটি আটক করতে পারেনি।
মাওলানা মোস্তাফিজুর রহমানের ছেলে মাসুম বলেন, তার বাবার জানাজা গ্রামের বাড়ি মেঘা নয়াপাড়া, (নন্দখার মোড়) দিকপাইতে রাত ৮.৩০ টায় অনুষ্ঠিত হবে। জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
Leave a Reply