মোঃ রুহুল আমিন রাজু ষ্টাফ রিপোর্টারঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামী আন্দোলনে শহীদদের দলীয় ভিত্তিতে ভাগ করতে চায় না বলে মন্তব্য করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। তিনি আজ সকালে গাজীপুরে আন্দোলনে নিহতদের পরিবারের সাথে মতবিনিময় সভায় এ কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, “এই শহীদরা শুধু কোনো দলের নয়, তারা জাতির সম্পদ। তাদের ইজ্জত ও সম্মানের সর্বোচ্চ মর্যাদায় রাখা উচিত।” তিনি আরও বলেন, আন্দোলনে অনেকেই তাদের সন্তান, স্বামী কিংবা স্বজন হারিয়েছেন। তাদের পরিবারগুলোর এখন কঠিন সময় পার করতে হচ্ছে।
এ সময় আহত ও শহীদ পরিবারের সদস্যদের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করেন তিনি। বিশেষ করে যারা স্বজন হারিয়েছেন এবং যারা আহত হয়েছেন, তাদের পরিবারগুলো বর্তমানে ভালো নেই বলেও উল্লেখ করেন।
ডা. শফিকুর রহমান সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “প্রতিটি শহীদ ও আহত পরিবারের একজন সদস্যকে সরকারি চাকরির ব্যবস্থা করে তাদের সহায়তা করা উচিত। এটি তাদের কষ্ট লাঘব করতে কিছুটা হলেও সহায়তা করবে।”
সভায় উপস্থিত দলীয় নেতা-কর্মীরা শহীদদের স্মরণে দোয়া ও তাদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
Leave a Reply