জামালপুর প্রতিনিধি: গত ১৯ অক্টোবর শনিবার জামালপুর শিল্পকলা একাডেমীতে জেলার সদস্যগণ (রুকন) গোপন ব্লেটের মাধ্যমে জেলা আমীর নির্বাচনের ভোট প্রদান করেন।
২৪ অক্টোবর ২০২৪ বৃহস্পতিবার সকাল ১০টায় ঢাকার মগবাজারস্থ কেন্দ্রীয় কার্যালয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে কেন্দ্রীয় কর্মপরিষদ-এর এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দেশের বিরাজমান পরিস্থিতি ও সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করা হয়।
বৈঠকে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান ২০২৫-২০২৬ কার্যকালের জন্য জামালপুর জেলার নির্বাচিত জেলা আমীর মাওলানা আব্দুস সাত্তার এর নাম ঘোষণা করেন।
জেলা কর্মপরিষদ সদস্যগণ নবনির্বাচিত জেলা আমীর মাওলানা আব্দুস সাত্তার এর সাথে সৌজন্যে সাক্ষাৎ এবং এই মহান দায়িত্ব পালনে আল্লাহর সাহায্য জন্য দোয়ার আয়োজন করেন।
Leave a Reply