কাফি পারভেজ, স্টাফ রিপোর্টার:
জামালপুরের ইসলামপুরে স্ত্রীকে শ্বাস রোধ করে হত্যার দায়ে আহসান হাবীবকে (২৮) মৃত্যুদন্ড ও ৫০ হাজার টাকা অর্থ দন্ড দিয়েছেন আদালত।
তিনি ইসলামপুর উপজেলার রাজনগর গ্রামে আজাহার আলীর ছেলে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় জামালপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ১ এর জেলা ও দায়রা জজ এর বিচারক মুহাম্মদ রফিকুল ইসলাম এ রায় ঘোষনা করেন।
আদালত সুত্রে জানা যায়, ২০১৯ সালে ইসলামপুর উপজেলার রাজনগর গ্রামের আজাহার আলীর ছেলের সাথে দেওয়ানগঞ্জ উপজেলার চিকাজানী গ্রামের মো: এনু শেখের মেয়ে তিথী আক্তারের সাথে ইসলামী শরিয়াহ ও রেজিস্ট্রি মুলে বিবাহ হয়। তাদের সংসারে মো: মাহিন নামে শিশু জন্ম গ্রহণ করেন। বিবাহের পর থেকেই আহসান হাবীব তার স্ত্রীকে যৌতুকের জন্য বিভিন্ন সময় শারীরিক ও মানসিক নির্যাতন করত ৷ গত ২০২২ সালের ১২ এপ্রিল রাত সাড়ে ১০ টার সময় আহসান হাবীবের বাড়ীতে তার স্ত্রী তিথীকে শ্বাস রোধ করে হত্যা করে৷
১৩ এপ্রিল নিহতের মামা আব্বাস আলী ফারাজী বাদী হয়ে আহসান হাবীব ও তার মা কুসুমাকে বেগমকে আসামী করে ২০০৩ এর সংশোধনী ১১(ক) ৩০ ধারায় ইসলামপুর থানায় মামলা দায়ের করে । পরে পুলিশের তদন্তে তার মায়ের অপরাধ প্রমাণিত না হওয়ায় মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে ৷
এ বিষয়ে রাষ্ট্র পক্ষের আইনজীবী শাহ মোহাম্মদ এনায়েত হোসেন জানান, স্ত্রীকে হত্যার দায়ে স্বামী আহসান হাবীবকে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২০০০ এর ১১(ক) ধারায় প্রমানিত হওয়ায় আদালত আসামীকে মৃত্যুদন্ড ও ৫০ হাজার টাকা অর্থদন্ডের আদেশ দিয়েছে ৷ এ মামলায় আসামী ১৬৪ ধারার স্বীকারোক্তি দিয়েছেন যে, সে তার স্ত্রীকে গলায় ওড়না পেচিয়ে হত্যা করেছে। এই প্রেক্ষিতে আমরা ৯ জন স্বাক্ষীকে উপস্থাপন করেছি। প্রতিটি স্বাক্ষী সুন্দরভাবে স্বাক্ষ্য প্রদান করেছেন। ৯ জন স্বাক্ষী সহ সকল কিছু বিবেচনা করে আদালত রায় দিয়েছে৷ আমরা এ রায়ে সন্তুষ্ট।
Leave a Reply