দেওয়ানগঞ্জ উপজেলা সংবাদদাতা : আবুসাঈদ গালিব
দেওয়ানগঞ্জ উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সুধীজনের, সাংবাদিকদের সাথে আজ ১১ নভেম্বর সোমবার এক মতবিনিময় সভা করেছেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব, হাসিনা বেগম। সকাল ১১ টায় মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয় উপজেলা মিলনায়তন হলে।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাহিদ হাসান প্রিন্স। এসময়
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মিজানুর রহমান, উপজেলা প্রকৌশলী মো. তোফায়েল আহমেদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাজহারুল ইসলাম, দেওয়ানগঞ্জ উপজেলা জামায়াতে আমীর ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওঃ মাহবুবুর রহমান তালুকদার, সেক্রেটারি মাওঃ আতিকুর রহমান,
উপজেলা ছাত্রশিবিরের সভাপতি হাসান মাহমুদ, উপজেলা বিএনপি নেতা আতিকুর রহমান (সাজু) ,ইসলামি আন্দোলন বাংলাদেশের সাধারণ সম্পাদক
সাবেক ভাইস চেয়ারম্যান আরিফ খাঁন রাসেল, দেওয়ানগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. শামছুল হুদা রতন, উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগন ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক হাসিনা বেগম ৭১ সালের মহান মুক্তিযুদ্ধা ও জুলাই বিপ্লব ২৪ এর সকল শহীদ দের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। জামালপুর জেলার শিক্ষার মানোন্নয়ন, অবৈধ দখল উচ্ছেদ, খাদ্যে ভেজাল, মাদকদ্রব্য সহ নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধ সহ নানা উন্নয়নমূলক কর্মসূচির বিষয়ে আলোচনা করেন।
আলোচনা শেষে সভার সভাপতি শেখ জাহিদ হাসান প্রিন্স সমাপনী বক্তব্যর মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করেন।
Leave a Reply