কাফি পারভেজ, স্টাফ রিপোর্টার:
মাদারগঞ্জ উপজেলার আদারভিটা ইউনিয়নের পলিশা মোড় থেকে জোড়খালী ইউনিয়নের বেতাগা মোড় পর্যন্ত এ সড়কটি ধসে গেছে। প্রতিদিন যানবাহনসহ ২০ গ্রামের প্রায় ৫০ হাজার মানুষ ঝুঁকি নিয়ে চলাচল করছে এ সড়কে। ঝুঁকি নিয়ে চলাচল করছে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও। যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দূর্ঘটনা।
জানা গেছে, গত ২ মাস আগে টানা বর্ষণের কারণে পলিশা মোড় থেকে বেতাগা মোড় পর্যন্ত সড়কটির পলিশা উচ্চ বিদ্যালয় সংলগ্ন একটি অংশ পাশের পলিশা খালে ধসে যায়। ২ মাস পেরিয়ে গেলেও এখনো সংস্কার করা হয়নি ধসে যাওয়া অংশটি। দ্রুত সড়কটি সংস্কার না করলে বড় ধরনের দুর্ঘটনা আশঙ্কা করছেন স্থানীয়রা। এলাকাবাসীর দাবি দ্রুত সংযোগ সড়কটি সংস্কার করা হোক। সড়কের একপাশের বেশিরভাগ অংশ পাশের পলিশা খালে ধসে গেছে। ধসে পড়া সড়ক দিয়েই ঝুঁকি নিয়ে চলছে, ভটভটি, ইজিবাইক পিকআপভ্যান ও ভ্যানগাড়ীসহ বিভিন্ন যানবাহনসহ পথচারীরা।
ভ্যানচালক রহিম মন্ডল,সাহাবুদ্দিন প্রামাণিক ও ইজিবাইক চালক আলাউদ্দিন জানান, এ সড়ক দিয়ে ২০ গ্রামের প্রায় ৫০ হাজার লোকজন চলাচল করে। প্রতিনিয়ত আমাদের জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। তাই কর্তৃপক্ষের কাছে দাবি জনসাধারণের জন্য সড়কটি দ্রুত সংস্কার করা প্রয়োজন।
পলিশা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সামিউল ইসলাম বলেন, সড়কটি ধসে যাওয়ায় আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীদের ঝুঁকি নিয়ে বিদ্যালয়ে আসতে হচ্ছে।
উপজেলা এলজিইডি কার্যালয়ের প্রকৌশলী গোলাম কিবরিয়া তমাল বলেন,পলিশা রাস্তাটি খুবই জনগুরুত্বপূর্ণ রাস্তা। বিগত সময়ে বন্যা ও অতিবৃষ্টির কারণে কিছু অংশ পাশের খালে ধসে পড়েছে। সরজমিন আমরা পরিদর্শন করেছি। আশা করছি খুব দ্রুতই মেরামত করে ফেলতে পারবো। রাস্তাটি মেরামত হলে যোগাযোগের ক্ষেত্রে ব্যাপক ভূমিকা রাখবে।
Leave a Reply