জামায়াতে ইসলামী পাকিস্তানের আমির সিরাজুল হকের গাড়িবহরকে লক্ষ্য করে আত্মঘাতী বোমা হামলা চালানো হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত সাতজন।
শুক্রবার সিরাজুল ইসলাম বেলুচিস্তানের ঝোবেতে একটি সমাবেশে যাওয়ার পথে এ হামলার শিকার হন।
দলটির সাধারণ সম্পাদক আমির উল আজিম জানিয়েছেন, হামলায় আমিরের কোনো ক্ষতি হয়নি।
জামায়াতে ইসলামী তাদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে জানিয়েছে, এটি একটি আত্মঘাতী হামলা ছিল। হামলাকারীকে হত্যা করা হয়েছে।
অপর এক টুইটে দলটি জানিয়েছে, এ আক্রমণে সাতজন কর্মী আহত হয়েছেন, যাদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর।
জামায়াতের একজন মুখপাত্র জানিয়েছেন, হামলায় বেশ কয়েকটি গাড়ি ধ্বংসপ্রাপ্ত হয়েছে।
দলের মুখপাত্র আরো জানান, আমির সিরাজুল হক শুক্রবার সকালে কোয়েটা পৌঁছেছেন। সমাবেশস্থলে বিপুলসংখ্যক জনতা জমায়েত হয়েছেন জামায়াত আমিরকে স্বাগত জানাতে।
বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী আব্দুল কুদ্দুস বিজেনজো এ হামলার ঘটনার নিন্দা জানিয়েছেন এবং আহতদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
পাকিস্তানজুড়ে সাম্প্রতিকালে রাজনৈতিক নেতাদের লক্ষ্য করে আক্রমণের ঘটনা বাড়ছে। শুক্রবারের এ ঘটনাটি তারই অংশ। দেশটির নিরাপত্তা বাহিনী সন্ত্রাসীদের নির্মূল করতে অভিযান পরিচালনা করছে।
সূত্র : দি নিউজ, জিও টিভি
Leave a Reply