গতকাল ১৭ মে বুধবার জামালপুর জেলার জ্যেষ্ঠ সাংবাদিক, জামালপুর প্রেসক্লাবের সম্মানিত সদস্য, পল্লীকণ্ঠ প্রতিদিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক নূরুল হক জঙ্গী অসুস্থ হয়ে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন।
আজ ১৮ মে বৃহস্পতিবার জামালপুর প্রেসক্লাবের সম্মানিত সভাপতি হাফিজ রায়হান সাদা জামালপুর জেনারেল হাসপাতালে দাদার খোজ খবর নিয়েছেন। সেই সাথে একটা কেবিন এর সুব্যবস্থাও করেছেন। এছাড়াও দাদার সকল চিকিৎসার ব্যবস্থা জামালপুর প্রেসক্লাবের পক্ষ থেকে গ্রহণ করা হবে বলে তিনি জানিয়েছেন।
জামালপুর জেনারেল হাসপাতালে বয়োজ্যেষ্ঠ সাংবাদিক জঙ্গী দাদার শারীরিক খোঁজ খবর নেন অনলাইন পোর্টাল জামালপুরভয়েজ ডট কম এর সম্পাদক মোহাম্মদ জাকিউল ইসলাম, বিশিষ্ট কলামিষ্ট মুহাম্মদ আলী, জামালপুরভয়েজ এর জেলা প্রতিনীধি শামাউন সরকার, আল আমিনসহ অন্যান্য সাংবাদিক বৃন্দ।
জামালপুরভয়েজ ডট কম এর সম্পাদক মোহাম্মদ জাকিউল ইসলাম গুণীজন সাংবাদিক জঙ্গীর দ্রুত সুস্থতা কামনায় সকলের নিকট দোয়ার অনুরোধ জানান।
Leave a Reply