মোঃ রুহুল আমিন রাজু জামালপুর প্রতিনিধিঃ জামালপুর জেলা পুলিশ আইজিপি পুরস্কার পেয়েছেন। জামালপুরের সুযোগ্য মানবিক ভূষিত পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ এর যোগদানের পর থেকে এবং বর্তমানে তার বিশেষ উদ্যোগে আইন শৃঙ্খলা রক্ষায় তৎপর হয়ে গুরুত্বপূর্ণ অভিযানিক কর্মকাণ্ড, অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক দ্রব্য উদ্ধার, ডাকাত,খুনী মামলার আসামি, অটোরিকশা চুরি, গরু চুরি, সন্ত্রাস দমন,আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল যুদ্ধ অপরাধী গ্রেফতারী পরোয়ানাভুক্ত ৯ বছরের পলাতক আসামী গ্রেফতারের সাফল্য অর্জন করায় জামালপুর জেলা পুলিশ পেয়েছেন আইজিপি পুরস্কার ২০২৩ জুন। জামালপুর জেলা পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ এর সুযোগ্য নেতৃত্বে জামালপুর জেলা পুলিশ সুশৃঙ্খলাভাবে তাদের দায়িত্ব পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় কাজের অগ্রগতি, সাফল্য অর্জনের জন্য আইজিপি পুরস্কার পায় জুন ২০২৩ জামালপুর জেলা পুলিশ। এর মধ্যে রয়েছে, সদর থানা পুলিশের অভিযানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল যুদ্ধ অপরাধী গ্রেফতারী পরোয়ানাভুক্ত ৯ বছরের পলাতক আসামী কে গ্রেফতার করা। নরুন্দি তদন্ত কেন্দ্রের মাধ্যমে অবৈধ অস্ত্র উদ্ধার করে। মাদারগঞ্জ মডেল থানা পুলিশ কর্তৃক চোরাই অটোরিকশা উদ্ধার ও অপরাধী চক্রের তিন সদস্যকে গ্রেফতার করা। এছাড়াও জামালপুর সদর থানাধীন নরুন্দি তদন্ত কেন্দ্রের পুলিশ চোর চক্রের একজন সদস্যসহ অটোরিকশা উদ্ধার করা হয়। এ বিষয়ে পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ জানান, আইজিপি পুরস্কার পাওয়ায় জামালপুরের পুলিশ সদস্যরা আরো বেশি পেশাদারিত্ব নিষ্ঠার সাথে কাজ কাজ করতে উৎসাহিত হবেন। এছাড়া তিনি জামালপুর পুলিশ এর পক্ষ থেকে আইজিপি মহোদয় কে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।
Leave a Reply