ফিরিবার পথ নাহি;
দূর হতে যদি দেখ চাহি
পারিবে না চিনিতে আমায়।
হে বন্ধু, বিদায়।
প্রিয় জামালপুর, প্রিয় জামালপুরবাসী
আসসালামু আলাইকুম
দীর্ঘ আড়াই বছরের পথ চলা আপনাদের সাথে। জামালপুরের আইন-শৃঙ্খলা রক্ষায় সর্বমহলের সহযোগিতা পেয়েছি সব সময়। আপনাদের প্রতি আমি অশেষ কৃতজ্ঞ। জামালপুর জেলার আইন-শৃঙ্খলা রক্ষায় যতটুকু সফলতা তার সবটাই আপনাদের। ব্যর্থতার দায়ভার আমার।
জামালপুরের প্রকৃতি, মানুষ, নদী সবই অতুলনীয়। আমার দায়িত্ব কালীন আড়াই বছরে আমি জামালপুরকে নতুন সাজে নতুন রূপে আবিস্কার করেছি। শান্তি প্রিয় মানুষের শান্তিময় আবাসস্থল এই জামালপুর।
যাওয়ার সময় অনেক কাছের ও বন্ধুপ্রতিম মানুষদেরও বলে যেতে পারিনি। আমাকে নিজ গুনে ক্ষমা করে দিবেন। আবার অনেকের সাথে ইচ্ছে করে দেখা করিনি, কারণ আর মায়া বাড়াতে চাইনি।
আপনাদের প্রতি আমার ভালোবাসা ও দোয়া রইল। আপনারাও আমার জন্য দোয়া করবেন।
সদ্য বিদায়ী জামালপুরের মানবিক ভূষিত পুলিশ সুপার জনাব, নাছির উদ্দিন আহমেদ।
Leave a Reply