1. jamalpurvoice2020@gmail.com : Editor : Zakiul Islam
  2. ullashtv@gmail.com : TheJamalpurVoice :
জামালপুর নবাগত পুলিশ সুপার এর সাথে সাংবাদিকদের মতবিনিময় – Jamalpur Voice
সংবাদ :
জামালপুরে ছাত্র দলের ভারপ্রাপ্ত সভাপতির নেতৃত্বে মিছিল  মেলান্দহে ছাত্রদল,যুবদল ও সেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত  মেলান্দহে যুবদলের বিক্ষোভ মিছিল দুরমুঠে শহীদ আবু সাইদ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত জামালপুরে জামায়াতের নবনির্বাচিত জেলা আমীরের শপথ অনুষ্ঠিত ইসলামপুর সদর ইউনিয়নের আলাইপাড় এলাকা পরিদর্শক করেন সাবেক মন্ত্রী পরিষদ সচিব এএসএম আব্দুল হালিম  মেলান্দহ ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা সভা  মেলান্দহে গৃহবধূকে ধর্ষণের পর হত্যা, গ্রেপ্তার ১ মাদারগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জনতার ঢল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সম্পাদক মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে বিশাল শোভাযাত্রা 

জামালপুর নবাগত পুলিশ সুপার এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

  • Update Time : Saturday, July 29, 2023
  • 51 Time View


মোঃ রুহুল আমিন রাজু জামালপুর প্রতিনিধিঃজামালপুরে নবাগত পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান, বিপিএম, মহোদয়ের সাথে জামালপুর জেলার সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ২৯ জুলাই শনিবার বিকালে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পুলিশের আয়োজনে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মরত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

জামালপুরের নবাগত পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান তার বক্তব্যের শুরুতে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান সহ ১৫ আগস্ট শাহাদাৎ বরণকারী বঙ্গবন্ধু’র পরিবারের সদস্য ও অন্যান্যদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

তিনি বলেন, জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ, ইভটিজিং, বাল্যবিবাহ ও চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করে বাস্তবায়নের জন্য কাজ করবেন বলে জানান । এছাড়াও আগামী ৬০ দিনের জামালপুর জেলার পুলিশিং কার্যক্রমের ০৮ টি বিশেষ উদ্যোগ কর্মপরিকল্পনা নিয়ে নির্মিত ভিডিও ভিজুয়াল মনিটরের মাধ্যমে সাংবাদিকদের সামনে প্রদর্শন পূর্বক বাস্তবায়নের লক্ষ্যে অঙ্গীকার ব্যক্ত করেন।

মতবিনিময়কালে সাংবাদিকদের সাথে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, জঙ্গিবাদ, মাদক নিয়ন্ত্রণ, চোরাচালান, সাইবার বুলিং, কিশোর গ্যাং ও বাল্যবিবাহ প্রতিরোধ, যানজট নিরসন, সামাজিক সচেতনতা বৃদ্ধি ও বিভিন্ন সমস্যা নিয়ে উম্মুক্ত আলোচনায় অংশ নিয়ে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশিং কার্যক্রমে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

এছাড়াও পুলিশ সুপার মহোদয় মুক্তিযুদ্ধের ইতিহাস জাতির কাছে তুলে ধরতে বিশেষ বিশেষ উদ্যোগ গ্রহণ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জামালপুর প্রেসক্লাবের সভাপতি চানেল আই এর জেলা প্রতিনিধি হাফিজ রায়হান সাদা, প্রেসক্লাবের সভাপতি এটিএন বাংলা ও এটিএন নিউজ এর জামালপুর প্রতিনিধি লুৎফর রহমান, জামালপুর জেলা টেলিভিশন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক চানেল টুয়েন্টি ফোরের ষ্টাফ রিপোর্টার ও দৈনিক সমকাল পএিকার জামালপুর জেলা প্রতিনিধি আনোয়ার হোসেন মিন্টু,দৈনিক আলোচিত জামালপুর পএিকার নির্বাহী সম্পাদক কবি সাজ্জাদ আনসারী, দৈনিক সচেতন কন্ঠ পএিকার সম্পাদক সিনিয়র সাংবাদিক মোঃ বজলুর রহমান প্রমুখ।

পরবর্তীতে বিভিন্ন সাংবাদিকদের সংগঠনের পক্ষ থেকে পুলিশ সুপার মহোদয়কে ফুলেল শুভেচছা জানান। এবং শুভেচছা স্মারক প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন জামালপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) সীমা রাণী সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন) মাসুদ আনোয়ার, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল জাকির হোসেন সুমন, অতিরিক্ত পুলিশ সুপার (দেওয়ানগঞ্জ সার্কেল) সুমন কান্তি চৌধুরী, জামালপুর জেলা পুলিশের ডিএসবির ডি আইও -১ এম,এম, ময়নুল ইসলাম জেলা গোয়েন্দা পুলিশ ডিবির ওসি আরমান আলী, জেলা ট্রাফিকের (টি আইও প্রশাসন) ফকির সাইফুদ্দিন আহমেদ,জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ কাজী শাহনেওয়াজ ইমনসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

সম্পাদক: জাকিউল ইসলাম কর্তৃক জামালপুর থেকে প্রকাশিত। ইমেইল: jamalpurvoice2020@gmail.com

জামালপুর ভয়েজ ডট কম: সকল স্বত্ব সংরক্ষিত
Customized BY NewsTheme