মোঃ রুহুল আমিন রাজু জামালপুর প্রতিনিধিঃ স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে ব্যক্তিগত উদ্যোগে মাদ্রাসার শিক্ষার্থী, পথ শিশু ও পথচারীদের মাঝে খাদ্য বিতরণ করেছেন জামালপুর জেলা যুব মহিলা লীগের সভাপতি ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ফারহানা সোমা।
মঙ্গলবার দুপুরে শহরের কাচাড়ীপাড়াস্থ ডা. তানির উদ্দীন আহমেদ বাইতুল কোরআন কাচারী হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের হাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী উপলক্ষে খাবার তুলে দেন তিনি। শুধু মাদ্রাসার শিক্ষার্থী নয় এসময় পথ শিশু ও রাস্তার চলমান পথচারীদের হাতেও খাবার তুলে নেন এই নারী নেত্রী।
খাদ্য বিতরণ কর্মসূচীর ব্যাপারে ফারহানা সোমা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস আজ। ১৯৭৫ সালের এই দিনে সপরিবারে নিহত হন জাতির পিতা বঙ্গবন্ধু। শোকাবহ দিনটি যথাযোগ্য মর্যাদায় পালনে আওয়ামী লীগ ও তার সহযোগী, ভ্রাতপ্রতিম এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে। আজকের এই দিনে মহান সেই নেতার আত্মার শান্তি কামনা করে আওয়ামী লীগের সহযোগী সংগঠনের একজন ক্ষুদ্রকর্মী হিসেবে আমার দায়িত্ববোধ থেকে এ সামান্য আয়োজন করেছি।
তিনি আরও বলেন, বাঙালির রাজনীতির ইতিহাসে মহানায়ক একজনই ছিলেন তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাঙালির ইতিহাসে তিনি চিরকাল অমর হয়ে রবেন। শোকের এই মাসে আমাদের শপথ একটাই এই শোক শক্তিতে রুপান্তরিত করে বঙ্গবন্ধু কণ্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নেতৃত্বে সোনার বাংলা গড়ে তুলবো আমরা।
Leave a Reply