1. jamalpurvoice2020@gmail.com : Editor : Zakiul Islam
  2. ullashtv@gmail.com : TheJamalpurVoice :
জামালপুরে নানা আয়োজনে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী পালিত  – Jamalpur Voice
সংবাদ :
সরিষাবাড়ীতে কিশোর উজ্জল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন বকশিগঞ্জে সাবেক মেয়রের তিন সমর্থককে পিটিয়ে আহত, পাল্টা বর্তমান মেয়রের অফিস ভাংচুর! জামালপুরোস্থ দেওয়ানগঞ্জ সমিতির আহবায়ক কমিটি গঠন মেলান্দহে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৪ উদ্বোধন সরিষাবাড়ীতে কিশোর উজ্জল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন জামালপুর জেলা সমিতি ইউকে ২০২৪-২৭ কমিটি গঠন মেলান্দহের নাংলা ইউনিয়নে অতিদরিদ্রের কর্মসৃজন কর্মসূচি কাজের শুভ উদ্বোধন দেওয়ানগঞ্জ রেলওয়ে স্টেশনের নকশা জটিলতায় নির্মাণ কাজ বন্ধ স্টেশনের কার্যক্রম চলছে প্ল্যাটফরমের ছাপরা ঘরে জামালপুর জেলা পুলিশের ঈদ পুনর্মিলনী ও বাংলা নববর্ষ উদযাপন অনুষ্ঠিত জামালপুরের মেলান্দহে ঝাউগড়া ইউনিয়নে বিনামূল্যে ভিজিএফের চাউল বিতরণ

জামালপুরে নানা আয়োজনে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী পালিত 

  • Update Time : Wednesday, August 16, 2023
  • 11 Time View


মোঃ রুহুল আমিন রাজু জামালপুর প্রতিনিধি ঃ
সারা দেশের ন্যায় জামালপুরে যথাযোগ্য  মর্যাদার মধ্যেদিয়ে স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৮ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৫ আগষ্ট মঙ্গলবার সকালে দিবসটি পালন উপলক্ষে জেলা  মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্সে স্থাপিত জাতীয় জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন জামালপুর -৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন, জেলা প্রশাসক মোঃ ইমরান আহমেদ, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ,জেলা আওয়ামী লীগের সহ- সভাপতি ,  পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান, জামালপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন, জামালপুরের সাংবাদিকসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো উপস্থিত ছিলেন।  
দিবসটি উপলক্ষে এর আগে সকালে বকুলতলাস্হ  জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্ট নিহত সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় ১ মিনিট নিরবতা পালন এবং দোয়া ও তবারক বিতরণ করা হয়। দলীয় কার্যালয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে উপস্হিত ছিলেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধ ইঞ্জিনিয়ার মোঃ মোজাফ্ফর হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ ও সহ-সভাপতি ফারুক আহাম্মেদ চৌধুরী।এ ছাড়াও আওয়ামী লীগের সহযোগী, ভ্রাতৃপ্রতিম, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন সহ সবস্তরের নেতা-কর্মী এবং সমর্থকরা উপস্হিত ছিলেন।
একইসঙ্গে জেলা আওয়ামী লীগের, উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ এবং ওয়ার্ড আওয়ামী লীগ সহ সব শাখা কর্মসূচির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কর্মসূচি গ্রহণ করে দিবসটি পালন করছে। 
 দিবসটি ঘিরে দিনব্যাপী নানা কর্মসূচি হাতে নিয়েছে জেলা প্রশাসন ও জেলা আওয়ামী লীগ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

সম্পাদক: জাকিউল ইসলাম কর্তৃক জামালপুর থেকে প্রকাশিত। ইমেইল: jamalpurvoice2020@gmail.com

জামালপুর ভয়েজ ডট কম: সকল স্বত্ব সংরক্ষিত
Customized BY NewsTheme