জেলা প্রতিনিধি, জামালপুর:
দীর্ঘ ২১ ঘন্টা পর জামালপুরের মেলান্দহের রৌমারি বিলে ভেসে উঠলো সোহার্দ্য (১৬) নামে সদ্য এসএসসি উত্তির্ণ শিক্ষার্থীর লাশ। তিনি গতকাল থেকে নিখোঁজ ছিলেন।
শনিবার (১৯ আগস্ট) দুপুর ২টায় উপজেলার ঝাউগড়া ইউনিয়নের রৌমারি বিলে নিখোঁজের লাশ ভাসতে দেখে সাংবাদিকরা। এর আগে ওই বিলে শুক্রবার (১৮ আগস্ট) বিকেলে গোসল করতে নেমে নিখোঁজ হন তিনি। সৌহার্দ্য জামালপুর পৌরসভার জিগাতলা এলাকার শাহজাহানের ছেলে।
স্থানীয় ও পরিবার সূত্র জানায়, পর্যটন হিসেবে পরিচিতি রৌমারি বিল ছয়মাস পানিতে থৈথৈ করে। প্রতিদিন বিভিন্ন জায়গা থেকে লোকজন ঘুরতে আসেন এখানে। শুক্রবার বিকেল ৫টায় সৌহার্দ্য এই বিলে বন্ধুবান্ধবদের সাথে ঘুরতে এসে বিলের পানিতে গোসল করতে নামে। এরপর আর তার কোনো সন্ধান মিলেনি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল শনিবার দুপুর ১টা পর্যন্ত অভিযান পরিচালনা করে। পরে সাংবাদিকরা তথ্য সংগ্রহ করতে গিয়ে সৌহার্দ্যের লাশ বিলের পানিতে ভাসতে দেখে স্বজনদের খবর দেয়।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন মুঠোফোনে জাগো নিউজকে বলেন, আজ দুপুর ২টার দিকে সৌহার্দ্যের লাশ বিলের পানিতে ভেসে উঠে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরিবারের সিদ্ধান্তের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
Leave a Reply