মোঃ রুহুল আমিন রাজু জামালপুর প্রতিনিধিঃ জামালপুরে সংরক্ষিত সংসদ সদস্য হোসনে আরাকে লাঞ্ছিত করার ঘটনায় পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
শুক্রবার (১৮ আগস্ট) রাতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ধর্মপ্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
তদন্ত কমিটির প্রধান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল নাসের চৌধুরী জানান, ১৭ আগস্টের ওই সভায় আমি উপস্থিত ছিলাম। ওই সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ধর্মপ্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলালসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। কাগজপত্র হাতে পেলে সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা বের করা হবে।
গত বৃহস্পতিবার (১৭ আগস্ট) রাত ৯টার দিকে ইসলামপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ১৭ আগস্ট আলোচনা সভা চলাকালে সংসদ সদস্য হোসনে আরাকে লাঞ্ছিতের অভিযোগ ওঠে আনোয়ার হোসেন নামে এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। তিনি উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক।
এ ঘটনায় ওইদিন রাত ১০টার দিকে সংসদ সদস্য হোসনে আরা তার নিজ বাসভবনে জরুরি সংবাদ সম্মেলনে অভিযোগ করেন।
Leave a Reply