জামালপুর প্রতিনিধিঃ জামালপুর জেলার মেলান্দহ উপজেলার কুলিয়া ইউনিয়ন ছাত্র লীগের ৫ নং ওয়ার্ড ছাত্র লীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলামের উপর ছাত্র দলের অতর্কিত হামলার প্রতিবাদে কুলিয়া ইউনিয়ন ছাত্র লীগের উদ্যোগে পঁচাবাহালা চান মোল্লা ও বারেক এর মোড় হইতে এক প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল বের হয়ে পঁচাবাহালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোড় হয়ে প্রদক্ষিণ শেষে চৌরাস্তা মোড়ে এসে শেষ হয়। পরে পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাকিউল ইসলাম সোনাহার। ইউনিয়ন ছাত্র লীগের সভাপতি মুন্জুরুল রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন কুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম, উপজেলা ছাত্র লীগের সভাপতি খান মোহাম্মদ আরিফুল ইসলাম শাওন, সাধারণত সম্পাদক মোকছেদুল মোমিন বাবু, কুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজুল হক পাগু, আওয়ামী লীগের উপদেষ্টা হারুন অর রশিদ, সদস্য সুলতান মাহমুদ, উপজেলা আওয়ামী যুবলীগের সদস্য আব্দুর রহমান নান্টু,ইউনিয়ন যুবলীগের সভাপতি ইমদাদুল হক বাচ্চু, সাবেক ছাত্র লীগের সভাপতি মিস্টার জামিল, কৃষকলীগের সাধারণত সম্পাদক মোঃ রুহুল আমিন প্রমুখ নেতৃবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন কুলিয়া ইউনিয়ন ছাত্র লীগের সাধারণত সম্পাদক সাকিব হাসান মহসিন। বক্তারা বলেন আগামী ৪৮ ঘন্টার মধ্যে সকল আসামীদের গ্রেফতারের মাধ্যমে জেল হাজতে প্রেরন করে বিচারের আওতায় আনার জন্য দাবি জানিয়েছেন।
Leave a Reply