মোঃ রুহুল আমিন রাজু,জামালপুর প্রতিনিধিঃ ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন সদ্য পদোন্নতি প্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), জামালপুর মোঃ মাসুদ আনোয়ার।
গত ৮ নভেম্বর বুধবার জামালপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), জামালপুর মোঃ মাসুদ আনোয়ার সদ্য অতিরিক্ত পুলিশ সুপার পদ হতে পুলিশ সুপার পদে পদোন্নতি পাওয়ায় জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও কেক কেটে শুভেচ্ছা জানান জামালপুর জেলার সুযোগ্য সাংবাদিক বান্ধব পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান বিপিএম মহোদয়।
এসময় উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড এপস) মোঃ সোহেল মাহমুদ পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল সোহরাব হোসেন, জামালপুর জেলা পুলিশের ডিএসবির ডি আইও -১ সদ্য পদোন্নতি প্রাপ্ত সহকারী পুলিশ সুপার এম,এম,ময়নুল ইসলাম, জেলা গোয়েন্দা শাখার ডিবি পুলিশের নবাগত ওসি কাজী শাহনেওয়াজ ইমন,জামালপুর সদর থানার নবাগত অফিসার ইনচার্জ মহব্বত কবীরসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত থেকে শুভেচ্ছা জানান।
উল্লেখ্য, গত ০৬ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ -১ শাখার এক প্রজ্ঞাপনে উক্ত কর্মকর্তার পদোন্নতি প্রদান করা হয়।
Leave a Reply