মোঃ রুহুল আমিন রাজু জামালপুরঃ জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ কাজী শাহনেওয়াজ এর মানবিক অনুভূতি প্রকাশ। তিনি তার নিজ ফেইসবুকে পোস্ট দিয়ে জামালপুর সদরবাসীর কাছে তার মানবিক অনুভূতি প্রকাশ করেন তাহা তুলে ধরা হলো। প্রিয় জামালপুর সদরবাসী আসসালামু আলাইকুম। আমি কাজী শাহনেওয়াজ দীর্ঘ দেড় বছর যাবত অফিসার ইনচার্জ হিসাবে সদর থানার দায়িত্বভার পালন করেছি। ইতিমধ্যে আপনারা অনেকে জেনেছেন জামালপুর জেলা গোয়েন্দা শাখা ( ডিবি) এর অফিসার ইনচার্জ হিসাবে আমার বদলী হয়েছে। যার কারণে সদর থানার অফিসার ইনচার্জের দায়িত্ব থেকে আজ কে আমাকে অব্যাহতি নিতে হচ্ছে। এর পূর্বেও আমিও দীর্ঘদিন জামালপুর সদর থানার এসআই,১নং ফাঁড়ীর ইনচার্জ, সেকেন্ড অফিসার, ওসি (তদন্ত) হিসাবে কর্মরত ছিলাম। আমার কর্মকালে আমি আমার সততা, দক্ষতা, মেধা, সামর্থ্য ও নিরেপক্ষতা বজায় রেখে সদর বাসী কে সর্বোচ্চ আইনগত সেবা দেওয়ার চেষ্টা করেছি। আমার সীমাবদ্ধতার কারণে হয়তো অনেক ক্ষেত্রে অনেকের প্রত্যাশা মতো সেবা দিতে পারিনি। তারপরও কর্মপালন কালে যতটুকু সফলতা পেয়েছি তার সমস্ত কৃতিত্ব আমার শ্রদ্ধেয় দুজন পুলিশ সুপার স্যার সহ সকল সিনিয়র অফিসারদের, আমার প্রিয় সহকর্মী দের এবং আপনাদের। ব্যার্থতার দায়ভার টুকু একান্তই আমার। আমার দায়িত্ব পালন কালে সিনিয়র স্যারগণ, সহকর্মী, অন্যান্য সরকারী ও বেসরকারী দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, সাংবাদিক, ব্যবসায়ী,রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ সর্বস্তরের জনগণের যে নি:স্বার্থ ও অকৃত্রিম ভালোবাসা, সহযোগিতা আমি পেয়েছি এর জন্য আমি সকলের প্রতি চিরঋণী ও কৃতজ্ঞ। যা আমার চাকুরী জীবনের পরম প্রাপ্তি ও আমার চলার পথের পাথেয় হয়ে থাকবে। আমি আমার কর্তব্য পালন কালে কথায় কাজে কখনো কাউকে কোন কষ্ট দিয়ে থাকলে এই বিদায়ের সময় সবার কাছে ক্ষমা প্রার্থনা করছি আমাকে ক্ষমা করবেন। আমার পরবর্তী কর্মস্থল সহ আমৃত্যু যেন সুস্থতা ও সম্মানের সাথে থাকতে পারি এই দোয়া কামনা করছি। আপনারা সকলে ভালো থাকেন সুস্থ থাকেন এই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। জয় বাংলা।
Leave a Reply