মোঃ রুহুল আমিন রাজু, জামালপুরঃ জামালপুরের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার সীমা রাণী সরকারের পুলিশ সুপার পদে পদোন্নতি প্রদান করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখার এক প্রজ্ঞাপনে উক্ত কর্মকর্তার পদোন্নতি প্রদান করা হয়।
বর্তমানে সদ্য পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার সীমা রাণী সরকারের এর নিজ বাড়ী নেত্রকোনা জেলায় অবস্থিত। তার পিতা ময়মনসিংহের দৈনিক স্বদেশ সংবাদ পত্রিকার সম্পাদক শ্রী জগদীশ চন্দ্র সরকারের বড়কণ্য। সীমা রাণী সরকার প্রথমে জামালপুর পিবিআই এর অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে যোগদান করেন এবং পরে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অর্থ) এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড এপস) এর দায়িত্বে পালন করেন। তিনি একজন সৎ,দক্ষ, আদর্শবাদ চৌকস ও মানবিক পুলিশ অফিসার হিসেবে সাধারণ মানুষের মাঝে পরিচিত ছিলেন। তিনি জামালপুরে পিবিআইয়ে প্রথম যোগদান করার পর থেকেই চৌকস পুলিশ কর্মকর্তা হিসেবে বিভিন্ন মামলার অধিকতর তদন্ত করে মামলার অগ্রগতিসহ সাফল্য অর্জন করেন। জামালপুরবাসী আজও তাকে মানবিক পুলিশ অফিসার হিসেবে তার অসামান্য অবদান কে স্বরণ করেন। তাঁকে জামালপুর জেলার সকল শ্রেণির পেশাজীবি মানুষ আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে। এই নবাগত পুলিশ সুপার বর্তমানে গাজীপুর হাইওয়ে পুলিশ সুপার এর কার্য্যালয়ের গাজীপুর রিজিয়নে দায়িত্বরত আছেন।
Leave a Reply