মোঃ রুহুল আমিন রাজু, জামালপুর প্রতিনিধিঃ জামালপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরানের বদলীজনিত বিদায় অনুষ্ঠান মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ বরকত উল্লাহ, উপজেলা ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান বেলাল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা ইয়াসমিন লিটা। বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আরিফুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ছানোয়ার হোসেন, সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, ইউপি সচিবগণ, সংবাদ মাধ্যমের প্রতিনিধিগণ। অনুষ্ঠানে সহযোগিতায় ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যানের সিএ মোঃ আমিনুল ইসলাম। জানা গেছে গত ৭ এপ্রিল ২০২১ইং সালে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে লিটুস লরেন্স চিরান জামালপুর সদর উপজেলায় যোগদান করেন। যোগদান করার পর থেকেই তিনি জামালপুর সদর উপজেলার প্রতিটি কাজ স্বচ্ছতার মাধ্যমে বাস্তবায়ন করেছেন। যার কারণে সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ তার প্রতি ছিল আন্তরিক ভালোবাসা। তিনি জামালপুর থেকে বিদায় নিয়ে নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলায় নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করবেন। এই জন্য তিনি সকলের কাছে দোয়া কামনা করেছেন।
Leave a Reply