মোঃ রুহুল আমিন রাজু জামালপুর প্রতিনিধিঃ শনিবার ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস। বাঙালি জাতির হাজার বছরের শৌর্যবীর্য এবং বীরত্বের এক অবিস্মরণীয় দিন। জেলা পুলিশ, জামালপুর কর্তৃক মহান বিজয় দিবস ২০২৩ বিনম্র শ্রদ্ধা, যথাযথ মর্যাদা ও পূর্ণ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালন করা হয়েছে। ১৬ ডিসেম্বর ভোরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা ঘটে।
মহান বিজয় দিবস ২০২৩ উপলক্ষে জামালপুর জেলা পুলিশের পক্ষ থেকে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জামালপুর জেলা শহরের দয়াময়ী মোড়স্থ শেখ হাসিনা সাংস্কৃতিক পল্লী সংলগ্ন শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে দেশের জন্য জীবন উৎসর্গকারী সকল শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন জনাব মোঃ কামরুজ্জামান বিপিএম, পুলিশ সুপার, জামালপুর।
পরবর্তীতে জামালপুর ফেরিঘাট সংলগ্ন শ্মশানঘাট ও পৌর কবরস্থান সংলগ্ন শহীদ মুক্তিযোদ্ধাদের কবরস্থান স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
পুলিশ সুপার মহোদয় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদদের প্রতি সন্মান প্রদর্শণ করেন এবং সেখানে কিছুক্ষণ নীরবতা পালন করেন। পরে মহান মুক্তিযুদ্ধের ৩০ লক্ষ শহীদ, দুই লক্ষ নির্যাতিতা মা-বোন এর আত্মার মাগফিরাত কামনায় দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করেন।
এসময় উপস্থিত ছিলেন জামালপুর জেলা প্রশাসক শফিউর রহমান,জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, জামালপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সদ্য পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), মোঃ মাসুদ, অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম এন্ড এপস) মোঃ সোহেল মাহমুদ পিপিএম,
অতিরিক্ত পুলিশ সুপার( সদর সার্কেল) জামালপুর; মোঃ সোহরাব হোসেন, জামালপুর জেলা পুলিশের ডিএসবির ডি আইও-১ সদ্য পদোন্নতি প্রাপ্ত সহকারী পুলিশ সুপার এম,এম ময়নুল ইসলাম,জেলা গোয়েন্দা শাখার ডিবি পুলিশের ওসি কাজী শাহনেওয়াজ ইমন,সদর থানায় অফিসার ইনচার্জ মহব্বত কবীরসহ জামালপুর জেলা পুলিশ ও জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন সরকারি-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতাকর্মীবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।
Leave a Reply