মোঃ রুহুল আমিন রাজু জামালপুর প্রতিনিধিঃ শনিবার ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস। বাঙালি জাতির হাজার বছরের শৌর্যবীর্য এবং বীরত্বের এক অবিস্মরণীয় দিন। জামালপুর জেলার মেলান্দহ উপজেলা প্রশাসন কর্তৃক মহান বিজয় দিবস ২০২৩ বিনম্র শ্রদ্ধা, যথাযথ মর্যাদা ও পূর্ণ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালন করা হয়েছে। ১৬ ডিসেম্বর ভোরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা ঘটে।
মহান বিজয় দিবস ২০২৩ উপলক্ষে মেলান্দহ উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে মেলান্দহ উপজেলা সংলগ্ন স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে দেশের জন্য জীবন উৎসর্গকারী সকল শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন মেলান্দহ উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা, উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণির পেশাজীবি ও সাধারণ মানুষ।
স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদদের প্রতি সন্মান প্রদর্শণ করেন এবং সেখানে কিছুক্ষণ নীরবতা পালন করেন। পরে মহান মুক্তিযুদ্ধের ৩০ লক্ষ শহীদ, দুই লক্ষ নির্যাতিতা মা-বোন এর আত্মার মাগফিরাত কামনায় দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করেন।
এসময় উপস্থিত ছিলেন মেলান্দহ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইন্জিনিয়ার মোঃ কামরুজ্জামান,মেলান্দহ উপজেলা নির্বাহী অফিসার আবুল কালাম মোঃ লুৎফর রহমান, মেলান্দহ পৌর সভার দুই বারের সফল মেয়র আলহাজ্ব শফিক জাহেদী রবিন,মেলান্দহ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাহমুদপুর ইউনিয়ন পরিষদের কয়েকবারের চেয়ারম্যান মোহাম্মদ আলী জিন্নাহ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ জিন্নাহ, মেলান্দহ থানার অফিসার ইনচার্জ রাজু আহাম্মেদ, জামালপুর জেলা মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার ও মেলান্দহ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ, মেলান্দহ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ডাঃ ইউনুস আলী, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার, মেলান্দহ পৌর নির্বাহী কর্মকর্তা শরীফুল ইসলাম ভুঞা,,মেলান্দহ,মেলান্দহ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবদুল আজিজ, মেলান্দহ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক উপাধক্ষ আশরাফ হোসেন লিচু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান জুয়েল, সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, পৌর আওয়ামী লীগের সভাপতি বিশিষ্ট নাট্যকার আসাদুল্লাহ ফারাজী, উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি সেলিম রেজা,সাধারণ সম্পাদক রন্জু মোল্লা,সহসভাপতি হাফিজুর রহমান ভিম, সহসভাপতি আশরাফুল ইসলাম, সহসভাপতি রবিউল ইসলাম বিপুল, মেলান্দহ পৌর জাতীয় শ্রমিক লীগের সভাপতি রবিজল ইসলাম, সাধারণ সম্পাদক চাক্কু, উপজেলা ছাত্র লীগের সভাপতি খান মোহাম্মদ আরিফুল ইসলাম শাওন, সাধারণ সম্পাদক বাবুসহ উপজেলা আওয়ামী প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন সরকারি-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতাকর্মীবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।
Leave a Reply