জামালপুর প্রতিনিধি: দেওয়ানগঞ্জে জিল বাংলা চিনিকলের ৬৬তম আখ মাড়াই মৌসুম শুরু হয়েছে। এ উপলক্ষে ১৫ ডিসেম্বর শুক্রবার মিলটির কেইন কেইন কেরিয়ার প্রাঙ্গণে আলোচনাসভা ও দোয়া মাহফিল করেছে জিবাচিক কর্তৃপক্ষ। জিল বাংলা চিনিকলের বাণিজ্যিক কর্মকর্তা আজিজুল ওয়াহাবের সঞ্চালনায় আখ মাড়াই মৌসুম উদ্বোধন অনুষ্ঠান হয়। এতে সভাপতিত্ব করেন মিলটির ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসান এবং আলোচনা শেষে ডোঙ্গায় আখ নিক্ষেপের মাধ্যমে ২০২৩-২৪ মাড়াই মৌসুমের উদ্বোধন করেন প্রবীণ আখ চাষি ও জিল বাংলা চিনিকল ওয়ার্কার্স ইউনিয়নের সাবেক সভাপতি দলিলুর রহমান।
জিবাচিক এর ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসান বলেন, সরকার ২০২৩-২৪ মাড়াই মৌসুম থেকে আখের মূল্য মণপ্রতি ৪০ টাকা বৃদ্ধি করেছে। এতে আবারও আখ চাষে ঝুঁকছেন জিল বাংলা চিনিকল এলাকার আখ চাষিরা। আশা করা হচ্ছে, ২০২৪-২৫ মাড়াই মৌসুমে আখের উৎপাদন বৃদ্ধির ফলে মিলটিতে চিনি উৎপাদন বৃদ্ধি পাবে। অর্জিত হবে চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা।
জিবাচিক ২০২২-২৩ মাড়াই মৌসুমে ৪১ দিনে ৩৫ হাজার ১৭১ টন আখ মাড়াই করে চিনি উৎপাদন করে ২ হাজার ৩২২ টন। ২০২৩-২৪ মাড়াই মৌসুমে ৬৩ দিনে ৫৫ হাজার ৫০০ টন আখ মাড়াই করে চার হাজার টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে জিবাচিক কর্তৃপক্ষ।
আখ মাড়াই মৌসুমের উদ্বোধন অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাহিদ হাসান প্রিন্স, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস, জামালপুর ডিবি-২-এর ওসি সোহেল রানা। আরও উপস্থিত ছিলেন ইসলামপুর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মানিকুল্লাহ মানিক, আখ চাষি কল্যাণ সমিতির সভাপতি লিচু মিয়া, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন ও জিবাচিক ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক রায়হানুল হক রায়হান, কৃষিবিদ শফিকুর রহমান শিবলী, উপজেলা কৃষক লীগের সভাপতি মানিকউল্লাহ, আখ চাষি কল্যাণ সমিতির দপ্তর সম্পাদক আবুল কালাম আজাদ প্রমুখ নেতৃবৃন্দ।
Leave a Reply