কাফি পারভেজ, জামালপুর প্রতিনিধি :
মহান বিজয় দিবস উপলক্ষে জামালপুর পৌর আওয়ামী লীগের উদ্যোগে নৌকার শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুর থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শহরের ফৌজদারি মোড়ে জড়ো হতে থাকে। এরপর সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। পৌর আওয়ামী সভাপতি মাসুম রেজা রহিমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, জামালপুর-৫ সদর আসনে নৌকা প্রর্তীকের মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদ প্রমুখ।
পরে বিজয় শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের পিটিআই এলাকায় গিয়ে শেষ হয়।
বিজয় শোভাযাত্রায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের জেলা, উপজেলা, পৌরসভা, ওয়ার্ড ও ইউনিটের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
Leave a Reply