খ্রিস্টান ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ‘শুভ বড়দিন’ উপলক্ষ্যে জামালপুর জেলায় ২১ টি গির্জায় শুভেচ্ছা উপহার কেক প্রেরন করেন জামালপুর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ কামরুজ্জামান বিপিএম মহোদয়।
রবিবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় খ্রিস্টান ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ‘বড়দিন’ উপলক্ষে শহরের আশেক মাহমুদ কলেজ সংলগ্ন ‘হলি ব্যাপ্টিষ্ট চার্চ’ এ পুলিশ সুপার মহোদয় উপস্থিত থেকে ‘শুভ বড়দিন’ এর শুভেচ্ছা উপহার কেক কেটে শুভ বড়দিনের শুভেচ্ছা বিনিময় করেন।
খ্রীষ্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব ‘বড় দিন’। এই উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সকল খ্রীষ্ট ধর্মাবলম্বীদের জেলা পুলিশ, জামালপুরের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান জামালপুর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ কামরুজ্জামান বিপিএম মহোদয়।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে শত শত বছর ধরে সব সম্প্রদায়ের মানুষ সৌহার্দ্য ও সম্প্রীতির সঙ্গে ধর্মীয় উৎসব উদযাপন করে আসছে। এটাই বাংলাদেশের সমাজের ঐতিহ্য ও রীতি। এই দেশে সব ধর্মই স্বাধীন ও সমান অধিকার।
বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নিদর্শন দৃশ্যমান হয় শুভ বড়দিনে। আমাদের শত বছরের সাম্প্রদায়িক সম্প্রীতি আরও দৃঢ় হোক এই প্রত্যাশা করি।
এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), জামালপুর জনাব মোঃ সোহেল মাহমুদ পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), জামালপুর জনাব সোহরাব হোসেন; অফিসার ইনচার্জ, জামালপুর থানা জনাব মোহাম্মদ মহব্বত কবীর সহ জেলা পুলিশের অন্যান্য সদস্যবৃন্দ।
Leave a Reply