কাফি পারভেজ, জামালপুর প্রতিনিধি: জামালপুরের বকশিগঞ্জের বাট্রাজোর ইউনিয়নের পৃর্ব দত্তের চর এলাকার এক জুয়ার আসর থেকে ৯ জুয়ারিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
আটকৃতরারা হচ্ছে- সিরমতআলী (৪০), বাচ্চুমিয়া (৫৩), আব্দুল মমিন (৫৬), জাহাঙ্গীর আলম (৪৩),মাহাবুর(৪৭), সাইদুর রহমান (৫০), আজিজুর রহমান (৫০), রাসেল (৩৩) এবং গোলাম মোস্তফা (৪২)। তাদের সবার বাড়ি বকশিগঞ্জের বাট্রাজোর ইউনিয়নের পৃর্ব দত্তের চর এলাকায়।
দেওয়ানগঞ্জ গোয়েন্দা শাখা-২ অফিসার ইনর্চাজ সোহেল রানা জানান, শনিবার দিনগত রাত একটার দিকে ৯ জুয়ারী কে আটক করা হয়। বকশিগঞ্জের বাট্রাজোর ইউনিয়নের পৃর্ব দত্তেরচর এলাকার আজিজুর রহমানের টিনের ছাপরা ঘরে দীর্ঘদিন থেকে জুয়া খেলার আসর চালিয়ে আসছিল জুয়ারীরা। জুয়ার আসর বসানো হয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৯ জুয়ারিকে আটক করা হয়। এ সময় জুয়া খেলায় ব্যবহৃত সরঞ্জামাদিজব্দ করা হয়। আটককৃতদের বিরুদ্ধে জুয়ার আইনে মামলা দায়েরর পর রবিবার দুপুরে জামালপুর আদালতে পাঠানো হয়েছে।
Leave a Reply