কাফি পারভেজ, জামালপুর প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জ উপজেলার মেরুরচর ইউনিয়নের মাইছানিরচর গ্রাম থেকে নয়জন জুয়াড়ি ও হেরোইনসহ একজনকে গ্রেপ্তর করেছে ডিবি পুলিশ। ২৬ ডিসেম্বর মঙ্গলবার ভোররাতে তাদের গ্রেপ্তার করা হয় এবং তাদের বিরুদ্ধে বকশিগঞ্জ থানায় মামলা দায়ের শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলো রং মিয়া (২৫), ইউনুছ আলী (২৪), আনারুল ইসলাম (২৮), আলীর হোসেন (৩৮), জামান মিয়া (৫৫), খোরশেদ আলম (৩৮), গদা মিয়া (৩০), লাল মিয়া (৩২) ও মানিক আলী (৩৭)। পুলিশ এ সময় জুয়ার আসর থেকে নগদ টাকা ও জুয়া খেলার সরাঞ্জামসহ বিভিন্ন মালামাল উদ্ধার করে।
জানা যায়, বকশিগঞ্জ উপজেলার মেরুরচর ইউনিয়নের মাইছানিরচর গ্রামে প্রতিনিয়ত জুয়া খেলা চলে আসছিল। ঘটনার খবর পেয়ে ডিবি পুলিশ শাখা-২ এর একটি টিম মঙ্গলবার ভোররাতে মাইছানিরচর গ্রামে অভিযান চালায়। অভিযানে ঐ নয় জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়।
ডিবি পুলিশের ওসি সোহেল রানা জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তিরা পেশাদার জুয়াড়ি। তাদের বিরুদ্ধে বকশিগঞ্জ থানায় মামলা দায়ের শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।
ভোরে বকশীগঞ্জ পৌর এলাকার চরকাউরিয়া সীমারপাড়া গ্রামের রফিকুলের ছেলে সোলায়মান হোসেনকে হেরোইনসহ গ্রেফতার করে মাদক আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।
অপরদিকে বকশিগঞ্জ পৌর শহরের চরকাউরিয়া সীমারপাড়া এলাকা থেকে ১০ গ্রাম হেরোইনসহ সোলায়মান হোসেন (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী সোলায়মান পৌর এলাকার রফিকুল ইসলামের ছেলে।
বকশিগঞ্জ থানার ওসি মো. আব্দুল আহাদ খান জানান, মঙ্গলবার ভোররাতে জামালপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক তারেক মাহমুদের নেতৃত্বে পুলিশের একটি দল সীমারপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী সোলায়মানকে ১০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার মাদক আইনে একটি মামলা দায়ের এবং আসামীকে জামালপুর আদালতে সোপর্দ করা হয়েছে।
Leave a Reply