কাফি পারভেজ, জামালপুর প্রতিনিধি:
জামালপুরের সরিষাবাড়ীতে স্বতন্ত্র প্রার্থী ডা: মুরাদ হাসান এমপির ঈগল প্রতীকের নির্বাচনী ক্যাম্পে হামলা, ভাঙচুর ও তার সমর্থকদের মারধরের ঘটনায় থানায় মামলা হয়েছে। এ ঘটনায় নৌকার প্রার্থী প্রকৌশলী মাহবুবুর রহমান হেলালের সমর্থক রানা সরকার নামে একজনকে আটক করে আজ দুপুরে জামালপুর আদালতে পাঠিয়েছে পুলিশ।
সোমবার ২৫ ডিসেম্বর স্বতন্ত্র প্রার্থী ডা: মুরাদ হাসান এমপির ঈগল প্রতীকের নির্বাচনী ক্যাম্পে হামলা, ভাঙচুর ও তার সমর্থকদের মারধরের ঘটনায় এমপি ডা: মুরাদ হাসানের প্রতিনিধি কাউন্সিলর সাখাওয়াতুল আলম মুকুল বাদি হয়ে সরিষাবাড়ি থানায় মামলা দায়ের করেন। মামলায় এজাহার নামীয় ২৫ জন ও অজ্ঞাত আরও ২০-২৫ জন নৌকা সমর্থিতদের আসামী করা হয়েছে।
মামলা সুত্রে জানা গেছে, সরিষাবাড়ি পৌরসভার তাড়িয়াপাড়া এলাকায় স্বতন্ত্র এমপি প্রার্থী (ঈগল প্রতীক) ডা: মুরাদ হাসানের নির্বাচনী ক্যাম্পে সোমবার রাত পৌনে আটটার দিকে নৌকার প্রার্থী প্রকৌশলী মাহবুবুর রহমান হেলালের কর্মী-সমর্থকরা লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। হামলা চালিয়ে ক্যাম্প ভাঙচুর ও স্বতন্ত্র সমর্থক ২০-২৫ জন আহত হয়। এরমধ্যে ১০ জনকে প্রাথমিক ও ৮ জনকে জন্য হাসপাতালে ভর্তি করেন। এতে দুই গ্রুপে সংঘর্ষ হলে সরিষাবাড়ী থানা পুলিশ ও জামালপুরের র্যা ব-১৪ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।
এ ব্যাপারে কাউন্সিলর সাখাওয়াত আলম মুকুল জানান, তাড়িয়াপাড়ায় ঈগল প্রতীকের নির্বাচনী অফিসে আমাদের লোকজন বসে ছিল। এ সময়ে নৌকা প্রতীকের লোকজন পরিকল্পিতভাব হামলা চালিয়ে নির্বাচনী অফিস ভাঙচুর ও কর্মীদের মারপিট করে আহত করেছে। এ ব্যাপারে থানায় মামলা করেছি।
এ বিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুশফিকুর রহমান জানান, স্বতন্ত্র ও নৌকার সমর্থকদের মধ্যে উত্তেজনার ঘটনা ঘটলে পুলিশ পরিস্থিতি শান্ত করেন। ঈগল প্রতীকের অফিস ভাঙচুরের ঘটনায় মামলা ও রানা সরকার নামে একজনকে আটক করে আজ দুপুরে জামালপুর আদালতে পাঠানো হয়েছে।
Leave a Reply