কাফি পারভেজ, জামালপুর প্রতিনিধি:
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পাররামপুর ইউনিয়নের ঝাউডাঙ্গা পূর্ব পাড়া গ্রামে অভিযান চালিয়ে ইয়াবাসহ মুসলিম উদ্দিন (৫৫) ও আব্দুল মান্নান ওরফে মান্না (৪৫) নামে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)-২ । তারা উপজেলার রহিমপুর গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে।
ডিবি সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে উপজেলার পাররামপুর ইউনিয়নের ঝাউডাঙ্গা পূর্ব পাড়া জামে মসজিদ সংলগ্ন পূর্ব পাশের কাচা রাস্তা থেকে ইয়াবাসহ মুসলিম উদ্দিন ও আব্দুল মান্নান ওরফে মান্নাকে গ্রেপ্তার করা হয়। তারা দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা করে আসছে।
শনিবার দুপুরে ইয়াবা পাচার করার সময় গোপন সংবাদের ভিত্তিতে ডিবি-২ উপ- পরিদর্শক আবু রায়হান ও মিজানুর রহমান নেতৃত্বে পাররামপুর ইউনিয়নের ঝাউডাঙ্গা পূর্ব পাড়া জামে মসজিদ সংলগ্ন পূর্ব পাশের কাচা রাস্তায় অভিযান চালায় ডিবির একটি দল। সেখান থেকে তাদের দুইজনকে ৪শ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।
ডিবি-২ এর ওসি সোহেল রানা জানান, গেপ্তারের পর তাদের দেওয়ানগঞ্জে ডিবি-২ এর কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Leave a Reply