মোঃ রুহুল আমিন রাজু জামালপুর জেলা প্রতিনিধিঃ ০৬ ফেব্রুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় পুলিশ লাইন্সে জেলা পুলিশ জামালপুরের আয়োজনে পুলিশ সুপার কাপ ব্যাডমিন্টন প্রতিযোগিতা -২০২৪ এর ফাইনাল খেলা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন এবং পুরুষ্কার বিতরন করেন জামালপুর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ কামরুজ্জামান বিপিএম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সানজিদা হক মৌ, সভানেত্রী, পুনাক, জামালপুর।
ফাইনাল খেলায় অংশগ্রহণ করে পুলিশ অফিস টিম (রুপসা) বনাম জেলা গোয়েন্দা শাখা-২ টিম (করতোয়া)। গ্রুপ পর্বের খেলা শেষে রূপসা টিম ও করতোয়া টিম ফাইনাল খেলায় অংশগ্রহণ করে। এবং রূপসা টিম (২-১) ম্যাচে জয়লাভ করে।
খেলা শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথি মহোদয় চ্যাম্পিয়ন, রানার্স আপ ও শ্রেষ্ঠ খেলোয়াড়ের মাঝে পুরস্কার তুলে দেন এবং সকল খেলোয়াড়দের অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
নির্বাচন পরবর্তী পুলিশ সদস্যদের মনোবল বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে কর্মক্ষেত্রে উৎসাহ প্রদানের জন্য জেলা পুলিশ বিভিন্ন সময়ে প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে থাকে।
তারই ধারাবাহিকতায় ২৩ জানুয়ারি এক জমকালো আয়োজনের মধ্যে দিয়ে পুলিশ সুপার কাপ ব্যাডমিন্টন প্রতিযোগিতা -২০২৪ শুরু হয়। এতে মোট ৩০ টি টিম প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), জামালপুর জনাব মাসুদ আনোয়ার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত); অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), জামালপুর জনাব মোঃ সোহেল মাহমুদ পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোঃ সোহরাব হোসেন; জনাব অভিজিৎ দাস, সরকারি পুলিশ সুপার (ইসলাম সার্কেল), জামালপুরসহ জেলা পুলিশ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সহ খেলায় অংশগ্রহণকারী পুলিশ সদস্য ও অন্যান্য সকল পুলিশ সদস্যবৃন্দ।
Leave a Reply