মোঃ রুহুল আমিন রাজু জামালপুর প্রতিনিধিঃ জামালপুরে নানা আয়োজনে দৈনিক যুগান্তরের ২৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ৭ ফেব্রুয়ারী
বুধবার সন্ধ্যায় জামালপুর প্রেসক্লাব মিলনায়তনে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানটি পালিত হয়েছে। উক্ত আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি বিশিষ্ট কবি এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ।
জামালপুর প্রেসক্লাবের সভাপতি ও চ্যানেল আইয়ের জেলা প্রতিনিধি বিশিষ্ট সাংবাদিক হাফিজ রায়হান সাদা’র সভাপতিত্বে এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব ছানোয়ার হোসেন ছানু, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, মুক্তিযুদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সুজাত আলী ফকির, বিশিষ্ট সাংবাদিক জামালপুর প্রেসক্লাবের অন্যতম সদস্য সুশান্ত দেব কানু।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন জামালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এটিএন বাংলা ও এটিএন নিউজ এর জেলা প্রতিনিধি বিশিষ্ট সাংবাদিক লুৎফর রহমান। অনুষ্ঠান শুরুতে স্বাগতিক বক্তব্য রাখেন দৈনিক যুগান্তরের জামালপুর জেলা প্রতিনিধি প্রভাষক মাহফুজুর রহমান। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন দৈনিক সমকাল ও চ্যানেল টুয়েন্টিফরের জেলা প্রতিনিধি আনোয়ার হোসেন মিন্টু, দৈনিক পল্লী কন্ঠ প্রতিদিনের সম্পাদক নুরুল ইসলাম জঙ্গী, প্রবাসি সাংবাদিক অসীম কান্দিধর সুটন দা, ইঞ্জিনিয়ার আব্দুর রশিদ সহ বিভিন্ন টিভি ও দৈনিক পত্রিকার জেলা প্রতিনিধিগণ।
এসময় বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে অতীতের মতো আগামী দিনেও ইতিবাচক ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দৈনিক যুগান্তর পত্রিকার ভূমিকা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
Leave a Reply