কাফি পারভেজ, জামালপুর প্রতিনিধি:
জামালপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আছাদুজ্জামান আকন্দ বাবুকে কারাগারে পাঠিয়েছেন আদালত। নির্বাচনী সহিংসতার মামলায় তাকে কারাগারে পাঠানো হয়। তিনি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করায় এবং মামলার ঘটনায় গত বছরের ডিসেম্বরে তাকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়।
১৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে আছাদুজ্জামান আকন্দ বাবু আদালতে উপস্থিত হয়ে জামিন আবেদন করলে বিচারক তাদের জামিন না দিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন। জামালপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মাসুদ পারভেজের আদালতে এ শুনানি হয়।
গত বছরের ২৮ ডিসেম্বর দুপুরে জামালপুর সদর উপজেলার শাহবাজপুরের জাকির হোসেন নামের নৌকা মার্কার এক সমর্থক এ মামলা দায়ের করেন।
আছাদুজ্জামান আকন্দ বাবুসহ ২৫ জনের নামে দায়ের করা মামলায় বৃহস্পতিবার ৮ আসামি আদালতে উপস্থিত হয়ে জামিন আবেদন করেন। আছাদুজ্জামান আকন্দ বাবু স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম রেজনুর পক্ষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কাজ করেন।
ইতোপূর্বে তারা উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন বলে জানিয়েছেন স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম রেজানুর নির্বাচনী সমন্বয়ক ইকরামুল হক নবীন।
Leave a Reply