মোঃ রুহুল আমিন রাজু জামালপুর প্রতিনিধিঃ আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে জামালপুর জেলার মেলান্দহ উপজেলার ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মাসুদুর রহমান মাসুদের নিজ মহল্লায় এক নির্বাচনী পরামর্শ সভা মেলান্দহ মার্কাস মসজিদ মহল্লা সামনে অনুষ্ঠিত হয়েছে। গত ১৬ ফেব্রুয়ারী শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে মেলান্দহের মার্কাস মসজিদ প্রাঙ্গণের সামনে আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা হাসেম। অনুষ্ঠিত সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মেলান্দহ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মেলান্দহ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মাসুদুর রহমান মাসুদ। এ সময় উপস্থিত ছিলেন মেলান্দহ উপজেলা আওয়ামী লীগের সদস্য শ্রী আশুতোষ শাহা,এম,সাইফুর রহমান খোকন, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক বোরহান উদ্দিনসহ এলাকায় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ ভোটারগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply