মোঃ রুহুল আমিন রাজু জামালপুরঃরক্তেভেজা অমর একুশে ফেব্রুয়ারি। মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আমরা শ্রদ্ধাভরে স্মরণ করি সকল ভাষা শহিদদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে ১৯৫২ সালের এই দিনে আমরা অর্জন করি মাতৃভাষায় স্বাধীনভাবে কথা বলার অধিকার।
অমর একুশ আমাদের গণতান্ত্রিক মূল্যবোধ, বাঙালি জাতীয়তাবাদ, মুক্তিযুদ্ধের চেতনা এবং ধর্ম নিরপেক্ষতার প্রতীক।দিবসটি উপলক্ষে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), জামালপুর এর পক্ষ থেকে শহরের দয়াময়ী মোড়স্থ শেখ হাসিনা সাংস্কৃতিক পল্লী কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠার দাবিতে আত্মোৎসর্গকারী সকল ভাষা শহিদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন জনাব সানজিদা হক মৌ, সভানেত্রী, পুনাক, জামালপুর।
এসময় পুনাক জামালপুরের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। একুশে ফেব্রুয়ারি, মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বিশ্বের সব জাতিগোষ্ঠীর নিজস্ব ভাষা ও সংস্কৃতি রক্ষায় ঐক্য ও বিজয়ের প্রতীক হয়ে উঠুক।
Leave a Reply