মোঃ রুহুল আমিন রাজু ষ্টাফ রিপোর্টার জামালপুরঃ আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে জামালপুর জেলার মেলান্দহ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও মেলান্দহ পৌর সভার দুই বারের সাবেক সফল মেয়র হাজী দিদার পাশার সাথে নাংলা ইউনিয়নের নইলেরঘাট এলাকার ভোটার ও স্থানীয় নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নইলেরঘাট এলাকার স্থানীয় নেতৃবৃন্দের সহযোগিতায় হাজী দিদার পাশার আহবানে নির্বাচনী পরামর্শ, মতবিনিময় সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মেলান্দহ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতিও সাবেক জেলা পরিষদের সদস্য আবু তাহের ঠিকাদার, মেলান্দহ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আশরাফ হোসেন লিচু, শ্যামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খলিলুর রহমান (ভিপি খলিল)সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত মতবিনিময় ও দোয়া মাহফিলে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জামালপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও মেলান্দহ পৌর সভার দুই বারের সাবেক সফল মেয়র হাজী দিদার পাশা। এ সময় হাজী দিদার পাশা তার বক্তব্য বলেন, আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে আমি একজন উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে কাজ করতে চাই, আপনারা যদি আমাকে ভালো মনে করেন তাহলে আপনারা আমার জন্য দোয়া ও সমর্থন করবেন এবং আমাকে ভোট দিয়ে বিজয়ী করবেন বলে আমি আশাবাদী। আমি উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হলে দেশ ও দশের খেদমত করবো ইনশাআল্লাহ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখবো এবং অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করবো। এই জন্য আপনাদের সকলকেই একযোগে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। পরে দেশ জাতির কল্যাণে বিশেষ মুনাজাত করা হয়।
Leave a Reply