মোঃ রুহুল আমিন রাজু জামালপুর প্রতিনিধিঃ আসন্ন মেলান্দহ উপজেলা পরিষদ নির্বাচনে ২০২৪ উপলক্ষে মেলান্দহ উপজেলার সকল মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সমন্বয়ে মতবিনিময় ও পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৪ ফেব্রুয়ারী শনিবার বেলা ১১টার দিকে মেলান্দহ মুক্তিযোদ্ধা কমপ্লেক্সেের হল রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মেলান্দহ উপজেলার কমান্ডও মেলান্দহ উপজেলা হানাদার মুক্ত দিবসের প্রথম পতাকা উত্তোলন কারী বীর মুক্তিযোদ্ধা আঃ করিম। সার্বিক ব্যবস্থাপনায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ মেলান্দহ ও মুক্তিযুদ্ধো সংসদ সন্তান কমান্ড আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেলান্দহ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও মেলান্দহ পৌর সভার দুই বারের সাবেক সফল মেয়র হাজী দিদার পাশা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালপুর জেলা কমান্ডের সাবেক আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ হারুন অর রশিদ, মেলান্দহের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ জালাল উদ্দিন, জামালপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ইসমত পাশা, বীর মুক্তিযোদ্ধা নাংলা ইউনিয়ন পরিষদের কয়েকবারের সফল চেয়ারম্যান আলহাজ্ব কিসমত পাশা, মেলান্দহ মুক্তিযুদ্ধো সংসদ সাংগঠনিক কমান্ড আহসান হাবিব শাহজাহান, মেলান্দহ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি এস,এম,মোশাররফ হোসেন প্রিন্স প্রমুখ উপস্থিত ছিলেন। মতবিনিময় ও পরামর্শ সভায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে মেলান্দহ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হাজী দিদার পাশার পক্ষে অকুন্ঠ সমর্থন জ্ঞাপন করেন বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তানসহ পরিবারের সদস্যরা।
Leave a Reply