মোঃ রুহুল আমিন রাজু, ষ্টাফ রিপোর্টার জামালপুরঃ বাংলাদেশ কৃষি ব্যাংক গণমানুষের ব্যাংক”ব্যাংকার গ্রাহক সম্পর্ক ও গ্রাহক সেবা উন্নয়ন ” মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৭ ফেব্রুয়ারী মঙ্গলবার ২০২৪ খ্রীঃ বেলা ১১টার দিকে মেলান্দহ উপজেলার মির্জা আজম আধুনিক অডিটোরিয়ামে বাংলাদেশ কৃষি ব্যাংক মেলান্দহ শাখা,মাহমুদপুর শাখা,ভাবকী বাজার শাখা ও টনকী বাজার শাখা জামালপুরের আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মূখ্য আঞ্চলিক ব্যবস্হাপক,বাংলাদেশ কৃষি ব্যাংক জামালপুর মূখ্য অঞ্চল জনাব,মোহাম্মদ জামাল উদ্দিন। উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংক ময়মনসিংহ বিভাগের মহাব্যবস্থাপক জামিল আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও মেলান্দহ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইন্জিনিয়ার মোঃ কামরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেলান্দহ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ জিন্নাহ,মেলান্দহ উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ডাঃ ইউনুস আলী, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার, মেলান্দহ থানার সেকেন্ড অফিসার এস আই আতিকুর রহমান, মেলান্দহ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি হামিদুল হক, বাংলাদেশ কৃষি ব্যাংক মেলান্দহ বাজার শাখার ব্যবস্থাপক সুমন আক্তার, টনকী বাজার শাখার ব্যবস্থাপক মোঃ ফজলে রাব্বি,মাহমুদপুর বাজার কৃষি ব্যাংকের ব্যবস্থাপক মূখ্য কর্মকর্তা আনোয়ার হোসেন প্রামানিক ও ভাবকী কৃষি ব্যাংকের ব্যবস্থাপক মোঃ মামুনার রশীদ প্রমুখ উপস্থিত ছিলেন।
Leave a Reply