কাফি পারভেজ, জামালপুর প্রতিনিধি:
‘করবো বীমা গড়বো দেশ স্মার্ট হবে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের জাতীয় বীমা দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১ মার্চ শুক্রবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে শহরের বকুলতলা থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে জেলা শিল্পকলা একাডেমি থেকে শেষ হয়।
সেখানে আলোচনা সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল হালদার, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আতিকুর রহমান ছানা, বীর মুক্তিযোদ্ধা সুজাত আলী, জামালপুর মেট লাইফ ব্রাঞ্চ ম্যানেজার আইরিন পারভীন লিপি, ন্যাশনাল লাইফ ইন্সুুরেন্স ম্যানেজার আজিজুল হক, জীবন বীমা কর্পোরেশন জামালপুর ব্রাঞ্চ ম্যানেজার মো. বিলাল উদ্দিন মন্ডলসহ আরো অনেকে।
এ সময় বক্তারা বীমা করার মাধ্যমে ভবিষ্যতের অর্থনৈতিক নিরাপত্তা করার পাশাপাশি দেশের অর্থনীতির চাকাকে সচল রাখতে ও আগামী স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের সকলকে আহবান জানান।
Leave a Reply