মোঃ রুহুল আমিন রাজু, জামালপুরঃ ১৫ মার্চ দুপুর ১২ টার দিকে জামালপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নে বেকার যুবক ও যুবনারীদের কর্মসংস্থান সৃষ্টির জন্য ইউনাইটেড ট্রাস্ট কতৃক বাস্তবায়িত “ট্রাস্ট আত্মকর্মসংস্থান প্রকল্প (টিইপি) এর আওতায় পরিচালিত বিভিন্ন ট্রেডকোর্সের প্রশিক্ষণ সংক্রান্ত ” আত্মকর্মসংস্থান বিষয়ক এক মতবিনিময় সভা ” ১ নং কেন্দুয়া ইউনিয়নের কেন্দুয়া বাজারে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত বেকার যুবক ও যুবনারীদের মাঝে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান বিষয়ক সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি জামালপুর সদর ৫- আসনের সাংসদ জনাব মোঃ আবুল কালাম আজাদ এমপি। এ সময় উপস্থিত ছিলেন জামালপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু বিজন কুমার চন্দ্র, জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইটাইল ইউনিয়ন পরিষদের কয়েকবারের সফল চেয়ারম্যান এডভোকেট হাফিজুর রহমান স্বপন, জেলা আওয়ামী লীগের সদস্য খালেদুজ্জামান প্রদীপ, জামালপুর সদর উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ও ১নং কেন্দুয়া ইউনিয়ন পরিষদের সফল চেয়ারম্যান সাইফুল ইসলাম খান সোহেল প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে ইউনাইটেড ট্রাস্টের পক্ষে উপস্থিত ছিলেন ম্যানেজার,অপারেশন এন্ড প্রশাসনিক এম,এ রশিদ হাসপাতাল ও এরিয়া ম্যানেজার ইউনাইটেড ট্রাষ্ট জামালপুর,মোঃ সিব্বির আহাম্মেদ, এরিয়া -কো-অর্ডিনেটর ইউনাইটেড ট্রাষ্ট জামালপুর মোঃ আবু সামা,ট্রেনিং কো-অর্ডিনেটর ট্রাষ্ট আত্ম-কর্মসংস্থান প্রকল্প (টিইপি)ইউনাইটেড ট্রাষ্ট জামালপুর মোশাহিদুজ্জামান সোহেল ও আই,সিটি প্রশিক্ষক মোঃ আসিফ হাসান তুষার প্রমুখ।
প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করতে ইচ্ছুক এমন বেকার যুবক যুবনারীদের মাঝে ৭টি ট্রেড কোর্সের জন্য ৪০০টি “প্রশিক্ষনার্থী তথ্যবিবরণী ফরম” বিতরণের মাধ্যমে তথ্য পূরণ করে জমা নেওয়া হয়েছে।
Leave a Reply