মোঃ রুহুল আমিন রাজু ষ্টাফ রিপোর্টারঃজাগো নারী ফাউন্ডেশনের চেয়ারম্যান নারী নেত্রী বিশিষ্ট সংগঠক সমাজসেবক নারী আন্দোলনের অগ্রদূত নিউইয়র্কে বসবাসরত নুরু উন নাহার মেরীকে গত ৯ই মার্চ শনিবার বেলা বিকালে ভারতের ত্রিপুরাস্থ আগরতলা প্রেস ক্লাব অডিটরিয়ামের গুনীজন সংবর্ধনা ও মনোজ্ঞ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে মাদার তেরেসা সন্মাননা দেয়া হয়।
নুরু উন নাহার মেরী বর্তমানে যুক্ত রাষ্ট্রের অবস্থানরত থাকার কারনে অনুষ্ঠানে উপস্থিত হতে পারিনি বিধায় তার পক্ষে মাসুম বিল্লাহ ভারত বাংলাদেশ ঐতিহ্য সংরক্ষন সোসাইটি ত্রিপুরার বাংলাদেশ সেক্টরের সভাপতি সন্মাননা ক্রেষ্ট গ্রহন করেন। নুরু উন নাহার মেরী জামালপুর জেলার ইসলামপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের হারগিলা গ্রামের কৃতীসন্তান। তিনি জামালপুর প্রেসক্লাবের সভাপতি ও চ্যানেল আই টেলিভিশনের জেলা প্রতিনিধি বিশিষ্ট সাংবাদিক হাফিজ রায়হান সাদা মহোদয়ের খালা শাশুড়ী বলে জানা গেছে। এদিকে নুরু উন নাহার মেরী এক অভিনন্দন বার্তায় তাকে এ বিরল সন্মানয়নায় সন্মানীত করায়। ভারত বাংলাদেশ ঐতিহ্য সংরক্ষন সোসাইটির কর্নধার ,আয়োজক নেতৃবৃন্দ সকলকে আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞ্তা প্রকাশ করেন। তিনি ভারত বাংলাদেশ ঐতিহ্য সংরক্ষন সোসাইটির উত্তোরত্তর উন্নতি ,অগ্রগতি ,ও উজ্জ্বল ভবিষ্যত কামনা করেন।
Leave a Reply