মোঃ রুহুল আমিন রাজু জামালপুর প্রতিনিধিঃ ২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। স্বাধীনতার ঘোষণা ও মুক্তিযুদ্ধের সূচনার এই সময়টি জাতি আবেগের সঙ্গে স্মরণ করে। দিবসটির প্রথম প্রহরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে জামালপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের সূচনা করা হয়।
বিনম্র শ্রদ্ধা, যথাযথ মর্যাদা ও পূর্ণ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জেলা পুলিশ জামালপুর কর্তৃক শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে ‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৪’ পালন করা হয়।
দিবসটি উপলক্ষে জামালপুর জেলা পুলিশের পক্ষ থেকে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জামালপুর জেলা শহরের দয়াময়ী মোড়স্থ শেখ হাসিনা সাংস্কৃতিক পল্লী সংলগ্ন শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে দেশের জন্য জীবন উৎসর্গকারী সকল শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন জামালপুর জেলার সুযোগ্য সাংবাদিক বান্ধব ও মানবিক পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান বিপিএম,মহোদয়।
পরবর্তীতে জামালপুর ফেরিঘাট সংলগ্ন শ্মশানঘাট ও আশেক মাহমুদ কলেজ সংলগ্ন শহীদ মুক্তিযোদ্ধাদের কবরস্থান সংলগ্ন স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় উপস্থিত ছিলেন জামালপুর সদর -৫ আসনের সাংসদ বাংলাদেশ জাতীয় সাংসদের সরকারি বিষয়ক সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মোঃ আবুল কালাম আজাদ এমপি মহোদয়। জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বিশিষ্ট আইনজীবী এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, জেলা প্রশাসক শফিউর রহমান,জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মুনমুন জাহান লিজা, জামালপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড এপস) মোঃ সোহেল মাহমুদ পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোঃ সোহরাব হোসাইন,জেলা গোয়েন্দা শাখার ডিবির ওসি কাজী শাহনেওয়াজ,ডিএসবির ডি আইও -১ মোহাম্মদ রাশেদুল ইসলাম -সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
২৬ মার্চ লাশের ধ্বংসস্তুপ থেকে রক্তরাঙা সূর্যের পূর্বাভাষের দিন। এই দিনটি বাঙালি জাতির সংগ্রামমুখর জীবনের শ্রেষ্ঠ অর্জন। ১৯৭১ সালের এই দিন বাঙালির অবিসংবাদিত নেতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীন বাংলাদেশের স্থপতি, বাংলাদেশ মহাকাব্যের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করেন।
বঙ্গবন্ধুর আহব্বানে সাড়া দিয়ে সুদীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী স্বাধীনতা যুদ্ধে যাদের আত্মত্যাগ ও জীবনের বিনিময়ে বিশ্বের মানচিত্রে জন্ম লাভ করে বাংলাদেশ নামে নতুন রাষ্ট্র, মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসে তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও সশ্রদ্ধ সালাম।
Leave a Reply