কাফি পারভেজ, জামালপুর প্রতিনিধি:
জামালপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। শহরের মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানের আয়োজন করে।
স্বাধীনতা দিবসের ভোরে সূর্যোদয়ের সাথে সাথে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন স্থানীয় সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদ। পরে জেলা প্রশাসক মো. শফিউর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ বাকী বিল্লাহ, জামালপুর পৌর সভার মেয়র মোহাম্মদ ছানুয়ার হোসেন ছানু, পুলিশ সুপার মো. কামরুজ্জামান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন, জেলা মুক্তিযোদ্ধার ভারপ্রাপ্ত কমান্ডার সুজায়েত আলী ফকির পুষ্পস্তবক অর্পণ করে শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানান। এ ছাড়াও সাংবাদিকদের সংগঠন জামালপুর প্রেসক্লাব, সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ ‘৭১ জামালপুর জেলা শাখা, এপেক্স ক্লাব অব জামালপুর, বিভিন্ন রাজনৈতিক দলসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা জানায়।
Leave a Reply